বরগুনায় ঢাবিছাত্র তানভীরের দাফন সম্পন্ন

তানভীর আহমেদ
তানভীর আহমেদ  © ফাইল ছবি

কুষ্টিয়ার গড়াই নদীতে গোসলে নেমে মৃত্যু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানভীর আহমেদকে তার নিজ জেলা বরগুনায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

বুধবার (১৪ জুন) রাত সাড়ে ১০ টার দিকে বরগুনা সরকারি কলেজ মাঠে তানভীরের প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এসময় কলেজ মাঠে বরগুনার সর্বস্তরের মানুষ জানাজায় অংশ নেন।

তানভীর আহমেদ বরগুনা সরকারি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল মালেকের ছেলে। মেধাবী তানভীরের অকাল মৃত্যুতে অশ্রু ঝড়েছে সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসী সবার। সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের চরকগাছিয়াা গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তানভীরের মরদেহ।

আরও পড়ুন: ৪৩ ঘণ্টা পর গড়াই নদীতে ভেসে উঠল তানভিরের মরদেহ

এলাকাবাসী জানায়, তানভীর অত্যন্ত ভদ্র এবং বিনয়ী ছিল। মানুষের প্রতি তার ভালোবাস ছিল প্রবল। এলাকায় কখনও সে কোনো খারাপ আড্ডায় থাকতো না। সব সময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতো। তার এ অকাল মৃত্যু মেনে নেওয়ার মত নয়।

প্রসঙ্গত, কুষ্টিয়ার কুমারখালী উপজেলার গড়াই নদীতে নেমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানভীর আহমেদ নিখোঁজ হওয়ার ৪৩ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়। 


সর্বশেষ সংবাদ