জাবি শিক্ষকদের গবেষণা ভাতা বন্ধের সিদ্ধান্ত

জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি
জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি   © ফাইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতি মাসে শিক্ষকদের জন্য বরাদ্দ করা গবেষণা ভাতা বন্ধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের চুক্তিভিত্তিক রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়। 

গত ১৮ এপ্রিল থেকে শিক্ষকদের গবেষণা ভাতা বন্ধের সিদ্ধান্ত কার্যকর হয়েছে। অফিস আদেশটি গত মঙ্গলবার জানানো হলেও গতকাল বৃহস্পতিবার (১৮ মে) বিষয়টি সাংবাদিকদের নজরে এসেছে। 

অফিস আদেশে বলা হয়েছে, ‘গত ১৮ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী এবং একাদশ জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির নির্দেশনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষকদের গবেষণা ভাতা দেওয়া বন্ধ করা হয়েছে।’ 

এদিকে ভাতা বন্ধ করার সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ  করেছেন বিশ্ববিদ্যালয়ের গবেষক শিক্ষকরা।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ আহমেদ বলেন, গবেষণা ভাতা বন্ধ করার ব্যাপারটা নিয়ে উপাচার্যের সঙ্গে আলোচনা করা হবে। এ নিয়ে এখনই কিছু বলতে পারছি না।

এর আগে, গবেষণা ভাতা বাবদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মাসিক ৩ হাজার টাকা করে দেওয়া হতো।


সর্বশেষ সংবাদ