এসিএমপি-তে স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি নিচ্ছে ঢাবির আইবিএ

ঢাবির আইবিএ
ঢাবির আইবিএ  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ) ২০২৩ শিক্ষাবর্ষের সামার সেশনে অ্যাডভান্সড সার্টিফিকেট ফর ম্যানেজমেন্ট প্রফেশনালস (এসিএমপি) কোর্সে ভর্তি চলছে। আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://acmp.iba-du.edu) নির্ধারিত ফরমে ৩১ মে এর মধ্যে আবেদন করতে হবে। 

যোগ্যতা: এসিএমপি (ACMP) ৪.০ আইটি অথবা আটিইএস (IT/ITES) শিল্পের ব্যবস্থাপনা পেশাদারদের জন্য এই প্রোগ্রমাটি সাধারণত ডিজাইন করা হয়েছে। অন্যান্য শিল্পে কর্মরত আইটি পেশাদাররাও আবেদন করতে পারবেন।

১। শিক্ষার যেকোনো ক্ষেত্রে ৪.০০-এর মধ্যে ন্যূনতম ২.৫০ সিজিপিএসহ স্নাতক ডিগ্রী থাকতে হবে।
২। এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় ৫.০০ এর মধ্যে ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে।
৩। এইচএসসির পরিবর্তে ডিপ্লোমা প্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে চাইলে আইবিএ বিভাগে যোগাযোগ করতে হবে;
৪। আইটি/আইটিইএস ইন্ডাস্ট্রিতে এক্সিকিউটিভ হিসেবে অথবা স্নাতক শেষ করার পর অন্য শিল্পে আইটি/আইটিইএস এক্সিকিউটিভ হিসেবে ন্যূনতম দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।।

কোর্সের বিশেষত্ব:
১। কোর্সটি সফলভাবে সমাপ্ত হলে অংশগ্রহণকারীদের এমডিপি, আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক সার্টিফিকেট প্রদান করা হবে।
২। ১২০ ঘণ্টা, ৩ মাস ক্লাস হবে। সপ্তাহান্তে বা সপ্তাহের দিন (গুলি) সন্ধ্যায় ব্যক্তিগতভাবে এবং/অথবা অনলাইনে ক্লাস অনুষ্ঠিত হবে।
৩। আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অনুষদ সদস্য এবং আইটি/আইটিইএস শিল্পের প্রধানরা ক্লাস পরিচালনা করবেন।

প্রশিক্ষণ খরচ: কোর্স ফি মাত্র ১ লাখ ৭৫ হাজার টাকা। তবে নিবন্ধন ফি হিসাবে শুধু ১০ হাজার টাকা (দশ হাজার টাকা) জমা দিতে হবে কারণ বাংলাদেশ সরকার প্রোগ্রামটির ভর্তুকি দিচ্ছে।

উল্লেখ্য, দেশের বিভিন্ন আইটি প্রতিষ্ঠানের মধ্যম স্তরের কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ২০১৭ সালের ৫ অক্টোবর বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, ভারতের আইআইএম আহমেদাবাদ এবং আইআইটি দিল্লির সহযোগিতায় আইবিএ’র ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এমডিপি) এই প্রশিক্ষণ কোর্স চালু করে।

এসিএমপি প্রোগ্রামের আওতায় দেশের বিভিন্ন আইটি প্রতিষ্ঠানের মধ্যম স্তরের কর্মকর্তাদের প্রজেক্ট ম্যানেজমেন্ট, পিপল ম্যানেজমেন্ট, বিজনেস অ্যান্ড কাস্টমার ম্যানেজমেন্ট, বিজনেস কমিউনিকেশন, স্ট্রাটেজি ম্যানেজমেন্ট, বিজনেস অ্যানালাইটিক্স ও সাইবার সিকিউরিটি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।


সর্বশেষ সংবাদ