ঢাবির আইবিএ ভর্তি পরীক্ষা আজ

ঢাবির ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট
ঢাবির ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট  © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) অধীনে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) কোর্সের ভর্তি পরীক্ষার অনুষ্ঠিত হবে আজ আগামী ৫ মে (শুক্রবার)। বেলা সাড়ে ৩টা থেকে দুই ঘণ্টার এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে গত ৩১ মার্চ থেকে অনলাইনের মাধ্যমে ভর্তি আবেদন শুরু হয়। ভর্তিচ্ছুরা বিশ্ববিদ্যালয় ভর্তির ওয়েবসাইটে গিয়ে আবেদন করেছেন। গত ১৮ এপ্রিল পর্যন্ত অনলাইনের মাধ্যমে ভর্তি পরীক্ষার আবেদন এবং ফি জমা দেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

জানা গেছে, আজ বেলা সাড়ে ৩টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত আইবিএর বিবিএ কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে ২৭ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করেছেন ভর্তিচ্ছুরা।

এদিকে আগামীকাল শনিবার (৬ মে) বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ১২ মে বিজ্ঞান ইউনিট এবং ১৩ মে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সব ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে হচ্ছে।


সর্বশেষ সংবাদ