জাবিতে অপরিচিত ব্যক্তিদের তল্লাশি করবে পুলিশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়   © ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। বৃহস্পতিবার (২০ এপ্রিল) রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক) রহিমা কানিজ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। পবিত্র শবে কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর, মে দিবস, গ্রীষ্মকালীন ছুটি ও বৌদ্ধ পূর্ণিমার ছুটিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র শবে কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর, মে দিবস, গ্রীষ্মকালীন ছুটি ও বৌদ্ধ পূর্ণিমার ছুটিতে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করার জন্য নিরাপত্তা শাখা হতে আবাসিক এলাকায় গার্ডদের পাহারাসহ কিছু সতর্কতামূলক ব্যবস্থা ইতোমধ্যে নেওয়া হয়েছে।

এ ছাড়াও ক্যাম্পাসে ব্যবস্থা করা হয়েছে পুলিশ টহলের। সন্দেহভাজন যেকোনো ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে পারবে পুলিশ। পাশাপাশি ছুটিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিজ নিজ বাসার নিরাপত্তার প্রতি সজাগ দৃষ্টি রাখার জন্য অনুরোধ করা হয়েছে।

একইসঙ্গে কোনো বাসা লোকশূন্য না রাখার জন্য পরামর্শ দেওয়া হয়। ক্যাম্পাসে নিরাপত্তার বৃহত্তর স্বার্থে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক) রহিমা কানিজ।


সর্বশেষ সংবাদ