রমজানে মাসব্যাপী কোরআন শেখাবে জাবি ছাত্রলীগ

লোগো
লোগো  © ফাইল ছবি

পবিত্র মাহে রমজান উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মওলানা ভাসানী হল শাখা ছাত্রলীগের উদ্যোগে মাসব্যাপী কোরআন শিক্ষার আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আখতারুজ্জামান সোহেলের নেতৃত্বে এ কর্মসূচীর আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আখতারুজ্জামান সোহেল মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, রমজানে মাস ব্যাপী যোহর নামাজের পরে বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলের মসজিদে এ কোরআন শিক্ষা কর্মসূচী পালন করা হবে। শিক্ষার্থীরা যাতে শুদ্ধভাবে কোরআন পড়তে পারে সেজন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সুস্থ জ্ঞান চর্চায় ছাত্রলীগ কাজ করে এবং ভবিষ্যতেও করবে। ধর্মের সু-শিক্ষা শিক্ষার্থীদের মধ্যে থাকলে ধর্মীয় সম্প্রতির ভিত্তিতে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে এ প্রজন্ম ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করি।’

মাসব্যাপী কোরআন শিক্ষা কমর্সূচীতে শিক্ষার্থীদের কোরআন শিক্ষার দায়িত্বে আছেন হাফেজ মোহাম্মদ মনজুরুল ইসলাম। এ বিষয়ে তিনি বলেন, ‘রমজান মাসের কোরআন শিক্ষার আয়োজন খুবই প্রশংসনীয় উদ্যোগ। আমি এ উদ্যোগকে সাধুবাদ জানাই। বড় পরিসরে এ কোরআন শিক্ষার আয়োজন করা হলে ক্যাম্পাসের অনেক শিক্ষার্থী উপকৃত হবে।’

আরও পড়ুন: সৌদির সঙ্গে মিল রেখে চাঁদপুরের ৪০ গ্রামে রোজা শুরু

তিনি আরও বলেন, ‘কোরআন শিক্ষা কর্মসূচীকে দুইভাগে করা গেলে ভালো হত। সবাই কায়দা থেকে শুরু করতে আগ্রহী হবে না। আমার মতে কোরআন শিক্ষার পাশাপাশি যারা নামাজ শিক্ষার বিষয়ে আগ্রহী থাকবে তাদেরকে নামাজের প্রয়োজনীয় মাসায়েল, দোয়া ও সঠিকভাবে সূরা শেখানোর ব্যবস্থা করা দরকার।

এ বিষয়ে ভাসানী হল ছাত্রলীগ কর্মী নাহিদুল হক জয় বলেন, ‘আমরা ছাত্রলীগ কর্মী সেই সাথে আমরা মুসলিমও। প্রতিবছর পবিত্র রমজান মাসকে ঘিরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উদ্যোগে নানা কর্মসূচীর আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় গতবছরের ন্যায় এবছরও আমরা জাবি ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহেল ভাইয়ের নেতৃত্বে মাওলানা ভাসানী হলে মাসব্যাপী কোরআন শিক্ষার আয়োজন করেছি।’


সর্বশেষ সংবাদ