বারবার আগুন লাগছে চবির জীববিজ্ঞান অনুষদের পাহাড়ে
- চবি প্রতিনিধি
- প্রকাশ: ০৮ মার্চ ২০২৩, ১০:০৫ PM , আপডেট: ০৮ মার্চ ২০২৩, ১০:১৫ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) জীববিজ্ঞান অনুষদের সামনে ও পিছনের পাহাড়ে আগুন লেগেছে। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। মাদকাসক্তদের অসচেতনতায় আগুন লাগতে পারে বলে ধারণা করছে নিরাপত্তা দপ্তর।
বুধবার (৮ মার্চ) বিকাল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের সামনের পাহাড়ে এ ঘটনা ঘটে। এর আগে দুপুর ২টার দিকে একই অনুষদের পিছনে আগুন লাগলে বিশ্ববিদ্যালয় নিরাপত্তা দপ্তরের কর্মীরা তা নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: নিজ নেতাদের ছাত্রদল দিয়ে পেটাল কুবি ছাত্রলীগ
কেন আগুন লেগেছে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় নিরাপত্তা দপ্তরের প্রধান শেখ মো. আব্দুর রাজ্জাক বলেন, পাহাড়ে চাষিরা চাষবাস করে। তাদের মাধ্যমে ঘটনাটি ঘটতে পারে। এছাড়াও ক্যাম্পাসের পাহাড়গুলোতে মাদকাসক্তদের আড্ডা বসে প্রায়ই। তাদের অসচেতনতার কারণেও আগুন লাগতে পারে।
এদিকে, দুপুর দুইটার দিকে জীববিজ্ঞান অনুষদের পিছনের দিকে আগুন লেগেছিল। নিরাপত্তা দপ্তরের কর্মীরা তা নিয়ন্ত্রণে আনে। এরপর বিকাল চারটার দিকে আবারও জীববিজ্ঞান অনুষদের সামনের পাহাড়ে আগুন লেগেছিল।