চবি শিক্ষার্থীদের সিনেমা ‘কাবেরী’—নির্মাতা, অভিনেতা, কলাকুশলী সব ওরা

ছবির নির্মাতা ও কলাকুশলীরা
ছবির নির্মাতা ও কলাকুশলীরা  © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র সংসদের সভাপতি নাট্যকলা বিভাগের শামীম রানা। সম্প্রতি তাঁর পরিচালনায় একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মিত হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে ৫০ মিনিট দৈর্ঘ্যের ছবিটির নাম কাবেরী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী ছবির পরিচালনা থেকে শুরু করে প্রযোজনা, পরিবেশনা, নির্মাণ, সবই করেছেন। অভিনয় করেছেন ১২ শিক্ষার্থী। কাবেরীতে উঠে এসেছে ক্যাম্পাসের বন্ধুদের গল্প, আড্ডা আর সুখ-দুঃখের নানা চিত্র। কলাকুশলীর বেশির ভাগেরই ক্যামেরার সামনে দাঁড়ানোর অভিজ্ঞতা এই প্রথম। 

ছবির কাজ শুরু হয়েছিল ২০১৯ সালে। শুটিংয়ের ৮০ ভাগ কাজ সে বছরই শেষ হয়ে যায়। কিন্তু পরের বছর করোনার ধাক্কায় থমকে যায় সব। কাবেরীর কলাকুশলীদের কেউ বৃত্তি নিয়ে বিদেশে, কেউবা পড়াশোনা শেষ করে ক্যাম্পাসের বাইরে চলে যান। কোভিডের পর নতুন করে নতুন দল নিয়ে যাত্রা শুরু করে কাবেরী।

সমাজতত্ত্ব বিভাগের ঋতুপর্ণা দত্ত কাবেরী চরিত্রে অভিনয় করেছেন। তিনি বলেন, ‘প্রথম কাজ হিসেবে শুরুতে একটু ভয় করছিল। কিন্তু দলের সদস্য আর সহশিল্পীদের সহায়তায় একটু একটু করে সব সহজ হয়ে গেছে।’

শিক্ষার্থীরা বিভিন্ন বিভাগের হওয়ায় সবার সময় মেলাতে গিয়ে বেশ হিমশিম খেতে হয়েছে পরিচালককে। একজনের অবসর তো আরেকজনের ক্লাস। একজনকে হয়তো বলেকয়ে আনা গেছে, আরেকজনের তখন অ্যাসাইনমেন্ট, টিউটোরিয়াল কিংবা পরীক্ষার ব্যস্ততা। এই সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় বন্ধের দিন, অর্থাৎ শুক্র ও শনিবারে শুটিংয়ের সিদ্ধান্ত হয়।

ছবির পোস্টার

দীর্ঘদিন ধরে শুটিং করতে গিয়ে বাজেটে টান পড়ে। আবার যেহেতু অনিয়মিতভাবে শুটিং হয়েছে, অনেকেই মাঝপথে হাল ছেড়ে দিচ্ছিলেন প্রায়। সিনেমার নির্মাণ আদৌ শেষ হবে কি না, সেই প্রশ্নও তোলেন কেউ কেউ। তবে শুরু থেকেই প্রত্যয়ী ছিলেন সিনেমার প্রযোজক, নাট্যকলা বিভাগের শিক্ষার্থী ফাইয়াজ রাকিন নূর। তাঁর উৎসাহ-অনুপ্রেরণায় একটু ঢিমেতালে হলেও কাজ চলেছে ঠিকই।

টাকার অভাবে যখন প্রয়োজনীয় লাইট আনা যাচ্ছিল না, তখন মুঠোফোনের ফ্ল্যাশ, কুপি ও মোমবাতি দিয়ে চালিয়ে নিতে হয়েছে শুটিং। প্রত্যেকে বিনা পারিশ্রমিকে কাজ তো করেছেনই, নিজের পকেটের টাকাও এ প্রকল্পে খরচ করেছেন। ২০২২ সালের জুন থেকে শুরু করে ২০২৩ সালের ৮ জানুয়ারি পর্যন্ত চলেছে কাবেরীর নির্মাণকাজ।

দীর্ঘ সময় ধরে চরিত্রের মধ্যে থাকতে থাকতে চরিত্রের নামেই অভ্যস্ত হয়ে গিয়েছিলেন কুশীলবদের কেউ কেউ। ৪০-৫০ জনের দলের সম্মিলিত কর্মযজ্ঞ কাবেরী, সেই দলে ছিলেন বিভিন্ন বয়স, বিভাগ আর এলাকার মানুষ। কেউ বড়, কেউ ছোট, কেউবা একই ব্যাচ। কাজের সূত্রে সব ব্যবধান দূর হয়ে গেছে।

এ বিষয়ে সিনেমার পরিচালক ও রচয়িতা শামীম রানা বলেন, ‘বাজেট না থাকলেও প্রত্যেকের মধ্যে ভালোবাসা ছিল। দলের কয়েকজন পেশাগতভাবে টিভি-মিডিয়ায় কাজ করে, সেখান থেকে একটা সম্মানী তারা পায়। যখন বলেছি, আমার কোনো বাজেট নেই, তোমাদের ওভাবে টাকা দিতে পারব না, তোমরা কি কাজ করবে? একবাক্যে রাজি হয়ে গেছে সবাই।’

নির্মাতা জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তৈরি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই ছবি সারা বিশ্বে ছড়িয়ে দিতে চান তাঁরা। সে লক্ষ্যেই অনলাইনে মুক্তি দেওয়ারও প্রস্তুতি নিচ্ছেন। মাত্র ৫০ টাকার বিনিময়ে গত ২৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদে কাবেরীর সাতটি প্রদর্শনী হয়। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence