ঢাবির প্রফেশনাল মাস্টার অব এডুকেশন কার্যক্রমে ভর্তি বিজ্ঞপ্তি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট  © সংগৃহীত

২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর)-এর প্রফেশনাল মাস্টার অব এডুকেশন কার্যক্রমে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

আবেদনের যোগ্যতা:

• আবেদনকারীদের ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে।

• কোনো পাবলিক পরীক্ষায় তৃতীয় শ্রেণি থাকতে পারবে না। প্রযোজ্য ক্ষেত্রে জিপিএ/ সিজিপিএ ন্যূনতম ২.৫/সমতুল্য হতে হবে।

• চাকরিরত প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। তবে তাদেরকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন

করতে হবে।

অন্যান্য নির্দেশাবলি:

• এই ভর্তির বিজ্ঞপ্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.du.ac.bd) এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ওয়েবসাইট (www.ierdu.edu.bd)-এ পাওয়া যাবে।

• আগ্রহী প্রার্থীগণকে http://smartadmission.info/emedier-du ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় ধাপ অনুসরণ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। একই ওয়েবসাইটে ভর্তি নির্দেশিকাও পাওয়া যাবে।

আবেদনের শেষ সময়: ০৯ মার্চ, ২০২৩ তারিখ বৃহস্পতিবার থেকে ২০ মার্চ, ২০২৩ তারিখ সোমবার পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদন ফি: ১৬০০/- টাকা বিকাশের মাধ্যমে 0184101301৩ নম্বরে জমা দিতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতার মার্কশীট এবং অভিজ্ঞতার সনদ অনলাইন ফরম পূরণের সময় আপলোড করতে হবে।

ভর্তি পরীক্ষা: ২৪ মার্চ, ২০২৩ (শুক্রবার )

উল্লেখ্য, ভর্তি পরীক্ষায় নির্বাচিত শিক্ষায় ডিগ্রি ব্যতিত প্রার্থীদের প্রাক-প্রফেশনাল মাস্টার অব এডুকেশন কার্যক্রমের একটি সেমিস্টার সম্পন্ন করে প্রফেশনাল মাস্টার অব এডুকেশনের মূল কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে।


সর্বশেষ সংবাদ