ছাত্রলীগের ‘রক্তের মূল্য আদায়’ বক্তব্যকে জীবননাশের হুমকি বললেন ঢাবি শিক্ষক
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৩ মার্চ ২০২৩, ০৯:৫৬ AM , আপডেট: ০৩ মার্চ ২০২৩, ১০:১৪ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শ্রেণীকক্ষে অধ্যাপক তানজীমউদ্দিন খানের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে 'অপমান' করার অভিযোগ উঠেছে। এসএম এহসান উল্লাহ ওরফে ধ্রুব নামে ওই শিক্ষার্থী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের প্রশিক্ষণ বিষয়ক উপ-সম্পাদক। তিনি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধ্রুবকে হলের পুকুর পাড় থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এর প্রতিবাদে বিক্ষোভ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক অধ্যাপক ড. তানজীমউদ্দিন খানের বিচার দাবি করেন নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২ মার্চ) রাত উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ধ্রুব’র ছবি ফেসবুকে শেয়ার করে লেখেন, ‘আমার ভাইয়ের কিছু হলে কাউকে ছাড় দেওয়া হবে না। ছাত্রলীগেরও রক্তের মূল্য আছে। প্রয়োজনে রক্ত দিয়ে রক্তের মূল্য আদায় হবে। জয় বাংলা।’ তবে এটিকে জীবনের জন্য হুমকি বলে উল্লেখ করেছেন অধ্যাপক তানজীমউদ্দিন খান।
অধ্যাপক তানজীমউদ্দিন খানের ফেসবুক স্ট্যাটাসটি হুবহু দেওয়া হলো। ‘পাবলিক পোস্ট: চতুর্থ বর্ষের শিক্ষার্থী এহসান ধ্রুব সংক্রান্ত আসল সত্যটা জানা সবার জন্য জরুরি। আমাদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এহসান ধ্রুব দ্রুত সুস্থ হয়ে উঠুক – এটাই আমার এই মুহুর্তের একমাত্র কামনা।