একুশের প্রথম প্রহরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগে সংঘর্ষ
- চবি প্রতিনিধি
- প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:২৮ AM , আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৪২ AM
একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরেই সংঘর্ষে জড়িয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের দুটি পক্ষ। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ৪৫ মিনিটের দিকে (প্রথম প্রহরে) সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষে লিপ্ত গ্রুপের নাম বিজয়। বিশ্ববিদ্যালয়ে বিজয় গ্রুপের দুটি অংশ। এক অংশের নেতৃত্ব দেন শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আলামিন হোসেন এবং অন্য অংশের নেতৃত্ব দেন দেলোয়ার হোসেন। কিছুদিন ধরে এএফ রহমান হলের রুম দখলকে কেন্দ্র করে গ্রুপের উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।
সোমবার রুমের ব্যাপারে কথা বলতে গেলে আলামিনের অনুসারীরা দেলোয়ারের অনুসারীদের ধাওয়া দেয়। পরে পুষ্পস্তবক নিয়ে শহীদ মিনারের দিকে যাওয়ার সময় আলামিনের অনুসারীদের ধাওয়া করে দেলোয়ার গ্রুপ। এতে সংঘর্ষ শুরু হয়।
আরও পড়ুন: ‘ছাত্রলীগ ভীতি’: ২ বছর ধরে ক্যাম্পাস ছাড়া চবি ছাত্রদল
এ বিষয়ে একাংশের নেতা দেলোয়ার হোসেন বলেন, ওরা আমাদের রুম দখল করে রাখছিল। এ ব্যাপারে কথা বলতে গেলে তারা আমাদের ধাওয়া করে। পরে তা সংঘর্ষে রূপ নেয়। তবে অপর অংশের নেতা আলামিন হোসেনের মোবাইল ফোনে কল দিলেও তিনি তা রিসিভ করেননি।