উত্তাল সাগরে ভয়ানক অভিজ্ঞতা রাবি শিক্ষক-শিক্ষার্থীদের

সাগরে দমকা বাতাসের কবলে পড়া এমভি পরিজাত
সাগরে দমকা বাতাসের কবলে পড়া এমভি পরিজাত  © সংগৃহীত

এমভি পারিজাত নামের পর্যটকবাহী জাহাজ সেন্ট মার্টিন থেকে কক্সবাজারের টেকনাফে ফেরার পথে বঙ্গোপসাগরে দমকা হাওয়ার কবলে পড়েছে। এ সময় ভয়ানকভাবে দুলতে থাকে জাহাজটি। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাসফরে যাওয়া শিক্ষক-শিক্ষার্থীসহ প্রায় ২৪০ জন পর্যটক ছিলেন।

জানা গেছে, সাগরে উত্তাল ঢেউয়ের কারণে জাহাজটি মারাত্মকভাবে দুলতে থাকে। এতে আতঙ্কিত হয়ে পড়েন সাবাই। বমি করে অসুস্থ হয়ে পড়েন অনেকে। বিকেল সাড়ে ৩টার দিকে সেন্ট মার্টিন জেটিঘাট থেকে জাহাজটি টেকনাফের উদ্দেশে রওনা হয়। এরপর ১৫ মিনিটের মধ্যে সাগরে দমকা হাওয়ার কবলে পড়ে এমভি পরিজাত। অনেকেই কান্নাকাটি শুরু করেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান জানান, সেন্ট মার্টিন থেকে ছেড়ে আসার ১৫ মিনিটের মধ্যেই উত্তাল সাগরে ঢেউয়ের কবলে পড়ে জাহাজটি। এমনভাবে দুলতে থাকে, সবাই ভয় পেয়ে ছোটাছুটি শুরু করেন। জাহাজে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩৭ জন শিক্ষক ও শিক্ষার্থী ছিলেন। জাহাজটি টেকনাফের দমদমিয়া ঘাটে পৌঁছায় সন্ধ্যা ৬টার দিকে।

এ বিষয়ে এমভি পারিজাত জাহাজের কারও বক্তব্য জানা যায়নি। ট্যুরিস্ট পুলিশের টেকনাফের উপপরিদর্শক মো. সিরাজুল ইসলাম বলেন, দমকা হওয়ায় জাহাজটি দুলতে থাকে। তবে সবাই নিরাপদে টেকনাফে ফিরেছেন বলে জানান তিনি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence