রাবির সাথে বাংলালিংকের সমঝোতা স্মারক স্বাক্ষর
- রাবি প্রতিনিধি
- প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২২, ০৪:১০ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৩৬ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাথে বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেড এক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
রবিবার (১৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার ও বাংলালিংকের মানবসম্পদ বিভাগের প্রধান মঞ্জুলা মোরশেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই স্মারকে স্বাক্ষর করে তা বিনিময় করেন।
আরও পড়ুন: বামপন্থীরা ৯০ ডিগ্রি ঘুরে গেছে: প্রধানমন্ত্রী
স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় বাংলালিংক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য সেমিনার, প্রশিক্ষণ কর্মশালা, যৌথ গবেষণা, ইন্টার্নশিপ, মানবসম্পদ উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
এ সময় কনফারেন্সে অন্যদের মধ্যে উপ-উপাচার্য অধ্যাপক মো. হুমায়ুন কবীর, রেজিস্ট্রার অধ্যাপক মো. আবদুস সালাম, প্রক্টর অধ্যাপক মো. আসাবুল হক, হিসাব পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক শেখ শামসুল আরেফিন, ক্যারিয়ার কাউন্সেলিং এন্ড ডেভেলপমেন্ট সেন্টারের সহকারী পরিচালক মো. এমরান হোসেন, অফিস অব দি ইন্টারন্যাশনাল আফেয়ার্সের সহকারী পরিচালক ড. শামস্ মুহা. গালিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।