ঢাবির মুহসীন হলে হুমায়ুন আহমেদ স্মরণসভা

হুমায়ূন আহমেদের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত
হুমায়ূন আহমেদের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত   © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসীন হলে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (১৩ নভেম্বর) রাতে হাজী মুহম্মদ মুহসীন হল সাহিত্য সংসদ এর উদ্যোগে হল সংসদের কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

মুহসীন হল সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক ফারহান ইশরাকের সঞ্চালনায় এতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ এর সভাপতি তৈমুর রহমান মৃধা ও সাধারণ সম্পাদক আমানউল্লাহ রিয়াজ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন। এছাড়া শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, মুহসীন হল সাহিত্য সংসদের সভাপতি মোস্তফা আকিল। সভা শেষে হুমায়ুন আহমেদের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।

আরও পড়ুন: ২৯ হাজার শূন্য পদের তথ্য পেয়েছে মাউশি

ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের সভাপতি তৈমুর রহমান মৃধা তার বক্তব্যে বলেন, গল্প, কবিতা, গান, নাটক, চলচ্চিত্রসহ সাহিত্যের প্রতিটি অঙ্গণেই হুমায়ুন আহমেদের দখল ছিল। তাকে নতুন করে পরিচয় করিয়ে দেয়ার কিছু নেই। বাংলা সাহিত্যে তার অবদানের জন্য তিনি আমাদের হৃদয়ে চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন। আমরা তাকে শ্রদ্ধাভরে স্মরণ করি।

সাধারণ সম্পাদক আমানউল্লাহ রিয়াজ বলেন, হুমায়ুন আহমেদ তার লেখার চরিত্রকে বাস্তব জীবনে মানুষের স্বপ্নে রুপান্তরিত করতে সক্ষম হয়েছেন। এখন তরুণ প্রজন্ম তার লেখনীর সেই হিমু হতে চায়, রূপা হতে চায়। এটা একজন লেখক হিসেবে তার বিরাট সফলতা। পৃথিবীর ইতিহাসে এরকমটা খুব কম লেখকের ক্ষেত্রেই হয়ে থাকে।

হাজী মুহম্মদ মুহসীন হল সাহিত্য সংসদ এর সভাপতি মুস্তফা আকিল বলেন, হুমায়ুন আহমেদ আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার অসাধারণ সৃষ্টিকর্ম বারবারই যেন তাকে আমাদের সম্মুখে এনে দেয়। তিনি তার কর্মগুণে আমাদের মাঝে অমর হয়ে থাকবেন আজীবন। আমরা তার স্মরণে কিছুদিনের মধ্যেই হুমায়ুন উৎসবের আয়োজন করবো।

এছাড়া স্মরণসভায় মুহসীন হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন, হল সাহিত্য সংসদের পূর্ব কমিটির সভাপতি শাখাওয়াত হোসেন শান্ত ও সাধারণ সম্পাদক মতিউর মুহসীন, বর্তমান কমিটির সহ-সভাপতি মো. জাফর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন সরকার, দপ্তর সম্পাদক সাদেকুর রহমান সানী, নাট্য বিষয়ক সম্পাদক আহমেদ হোসেন জনিসহ উক্ত হলের আরো অনেকেই উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ