রাবিতে ১০ মাসব্যাপী ইংরেজি ভাষা প্রশিক্ষণ দিবে যুক্তরাষ্ট্র

মতবিনিময় সভা
মতবিনিময় সভা  © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১০ মাসব্যাপী ইংরেজি ভাষা প্রশিক্ষণ দেয়ার পাশাপাশি যৌথভাবে শিক্ষা, সংস্কৃতি ও গবেষণা নিয়ে কাজ করার আশ্বাস দেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সাংস্কৃতিক কর্মকর্তা শার্লিনা হুসাইন-মরগ্যান।

মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সাথে এক মতবিনিময় সভায় এ আশ্বাস দেন তিনি।

আরও পড়ুন: হলে আসেন না নিয়মিত, প্রভোস্টের মৃত্যুসংবাদ টাঙিয়ে দিয়েছে শিক্ষার্থীরা

সভায় উচ্চ শিক্ষার ক্ষেত্রে আমেরিকার বিশ্ববিদ্যালয় ও গবেষণা ইনিস্টিউটে রাবি শিক্ষার্থীদের ফুলব্রাইট বৃত্তি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফেলোশিপ অপরচুনিটি বৃদ্ধি বিষয়ে আলোচনা হয়। এছাড়া শিক্ষা সংস্কৃতি ও গবেষণা ক্ষেত্রে যৌথভাবে কাজ করার আশ্বাস দেন এবং খুব শীগ্রই একজন আমেরিকান প্রশিক্ষক দ্বারা এ বিশ্ববিদ্যালয়ে ১০ মাসব্যাপী ইংরেজি ভাষার প্রশিক্ষণ শুরুর কথা জানান এ কর্মকর্তা। 

সভায় উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডেসহ ইংরেজি বিভাগের বিশিষ্ট শিক্ষকবৃন্দ ও ঢাকাস্থ আমেরিকান সেন্টারের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 


সর্বশেষ সংবাদ