হাসনাতের অনশন ভাঙালেন ঢাবি উপাচার্য
- টিডিস রিপোর্ট
- প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২২, ০২:২৮ PM , আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২২, ০২:৪০ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রশাসনিক জটিলতায় সৃষ্ট নানা রকম হয়রানি বন্ধ ও ৮ দফা দাবিতে আমরণ অনশনরত ইংরেজি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী হাসনাত আব্দুল্লাহর অনশন ভাঙালেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুর ২টা ১০ মিনিটের দিকে প্রায় ২৭ ঘণ্টা পর পানি খাইয়ে অনশন ভাঙান উপাচার্য।এসময় তিনি শিক্ষার্থীদের সব দাবি পূরণের আশ্বাস দিয়েছেন।
আরও পড়ুন: এবার আমরণ অনশনে ঢাবির হাসনাত
উল্লেখ্য, আজ সকাল ৭.৩০ মিনিটের দিকে অনশনে থাকায় অজ্ঞান হয়ে যান তিনি। এ সময় তার শারীরিক অবস্থা ক্রমান্বয়ে অবনতি হচ্ছিল। কিছু দিন আগেই তিনি নিউরোলজিতে জটিলতার কারণে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলেও জানা।
চিকিৎসক তাকে দ্রুত হাসপাতালে ভর্তির তাগিদ দিলেও, যতক্ষণ পর্যন্ত ভিসি তার দাবি মেনে নেবেন না ততক্ষণ পর্যন্ত অনশন কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানিয়েছিলেন হাসনাত।