চবিতে ফের ধরা পড়েছে ১০ ফুট লম্বা অজগর (ভিডিও)
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২২, ১১:১৫ AM , আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২২, ১১:১৫ AM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ফের ধরা পড়েছে প্রায় ১০ ফুট লম্বা এক বিশাল অজগর সাপ। পরে এটিকে ক্যাম্পাসের নিরাপদ স্থানে অবমুক্ত করে দেয়া হয়।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পূর্বপাশে 'হানিফ কটেজ' থেকে প্রায় ২ ঘণ্টার প্রচেষ্টায় সাপটি ধরা পড়ে।
আরও পড়ুন: ঢাবি ক্যাম্পাসে মিলল নবজাতকের মরদেহ
বিষয়টি নিশ্চিত করে চবির রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আব্দুর রাজ্জাক বলেন, ‘কেন্দ্রীয় মসজিদের পূর্বদিকে হানিফ কটেজের পানির পাইপের ভেতর থেকে প্রায় ২ ঘণ্টার প্রচেষ্টায় ১০ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেন প্রাণীবিদ্যা বিভাগের কয়েকজন শিক্ষার্থী। পরে এটিকে ক্যাম্পাসের নিরাপদ কোনো স্থানে অবমুক্ত করে দেয়া হয়।’
উল্লেখ্য, এবছরই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রায় ছয় ছয়টি বিশালাকৃতির অজগর সাপ ধরা পড়েছে। পরে সবগুলোকেই ক্যাম্পাসের জনমানবহীন নিরাপদ অরণ্যে ছেড়ে দেয়া হয়।