শিক্ষার্থীদের খণ্ডকালীন কাজের সুযোগ দিচ্ছে ঢাবি

ঢাবি
ঢাবি  © সংগৃহীত

শিক্ষার্থীদের বাস্তব জীবনের অভিজ্ঞতা অর্জন ও কর্মদক্ষতা বৃদ্ধির পাশাপাশি আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ করে দেয়ার লক্ষ্যে ‘স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড সাপোর্ট ইউনি ‘ চালু করছে ঢাকা বিশ্ববিদ্যালযয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র।

সোমবার (১২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শিক্ষার্থীদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিয়োগযোগ্য করে গড়ে তোলা এবং বিভিন্ন উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে বিশ্ববিদ্যালয় গৃহীত বিশেষ পদক্ষেপের অংশ হিসেবে এই ইউনিট প্রতিষ্ঠা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিয়োগযোগ্য করে গড়ে তোলা এবং বিভিন্ন উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে বিশ্ববিদ্যালয় গৃহীত বিশেষ পদক্ষেপের অংশ হিসেবে এই ইউনিট প্রতিষ্ঠা করা হয়।

আরও পড়ুন: রাজধানীতে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ইউনিটে শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে খণ্ডকালীন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি বিভিন্ন কর্মমুখি প্রশিক্ষণ প্রদানে কাজ করা হবে। এক্ষেত্রে শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

প্রসঙ্গত, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) অধ্যাপক ড. মো. রেজাউল কবিরকে ‘স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড সাপোর্ট ইউনিট‘-এর উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা বিস্তারিত তথ্য ও সহযোগিতার জন্য উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। যোগাযোগের মাধ্যম: ই-মেইল: mrkabir@ibadu.edu এবং মোবাইল নম্বর: ০১৯১৭৭৩৭৭৮৮।


সর্বশেষ সংবাদ