সুখী থাকার ৮ টি সহজ উপায়

প্রতীকী ছবি
প্রতীকী ছবি  © সংগৃহীত

আমরা সবাই সুখী হতে চাই। কিন্তু সুখ ঠিক কী? কেউ বলে প্রিয় মানুষকে পাওয়া, কেউ বলে সফলতা, কেউ আবার বলে মনের শান্তিই আসল সুখ। জীবনের ব্যস্ততা, প্রতিযোগিতা আর অনিশ্চয়তার ভিড়ে আজকের মানুষ সুখকে যেন আরও দূরে ঠেলে দিয়েছে। অথচ সুখ কোনো দূরের বিষয় নয়, এটি আমাদের ভেতরেই লুকিয়ে থাকে। একটু মনোযোগ, সচেতনতা আর কৃতজ্ঞতার চর্চা আমাদের প্রতিদিনের জীবনকেই করে তুলতে পারে আনন্দময়।

কৃতজ্ঞতা চর্চা করুন
প্রতিদিন সকালে চোখ খুলেই এক মুহূর্ত সময় নিন ভাবার জন্য। আজ আমি কী পেয়েছি, কী নিয়ে কৃতজ্ঞ হতে পারি? হয়তো পরিবারের ভালোবাসা, হয়তো সুস্থ শরীর, কিংবা একটি নতুন সুযোগ। কৃতজ্ঞতা আমাদের মনের ওপর ইতিবাচক প্রভাব ফেলে, মানসিক চাপ কমায় এবং আত্মতৃপ্তি বাড়ায়।

বর্তমান মুহূর্তে বাঁচুন
আমরা প্রায়ই অতীতের আফসোস বা ভবিষ্যতের চিন্তায় ডুবে থাকি। অথচ সুখ সবসময় বর্তমানেই লুকিয়ে থাকে। মোবাইল থেকে কিছুটা দূরে থেকে সকালের রোদে হাঁটুন, প্রিয় গানের সুরে চোখ বন্ধ করুন বা এক কাপ চায়ের গন্ধে ডুবে যান। এই ছোট ছোট মুহূর্তই আমাদের সত্যিকার অর্থে বাঁচিয়ে রাখে।

সম্পর্ককে মূল্য দিন
মানুষ সামাজিক প্রাণী। প্রিয়জনের সঙ্গে সময় কাটানো, কথা বলা, হাসি ভাগ করে নেওয়া। এসবই মানসিক স্বাস্থ্যের জন্য জরুরি। গবেষণায় দেখা গেছে, যাদের পরিবার বা বন্ধুদের সঙ্গে গভীর সম্পর্ক আছে, তারা মানসিকভাবে অনেক বেশি সুখী। তাই যতটা সম্ভব সময় দিন সম্পর্ককে।

নিজের যত্ন নিন
সুখ মানে শুধু মানসিক শান্তি নয়, শারীরিক সুস্থতাও। নিয়মিত ব্যায়াম, সুষম খাবার, পর্যাপ্ত ঘুম এবং আত্ম-শৃঙ্খল চর্চা শরীরের সঙ্গে মনকেও সতেজ রাখে। নিজের যত্ন নেওয়া মানেই নিজের প্রতি ভালোবাসা প্রকাশ।

তুলনা নয়, উন্নতি করুন
অন্যের সঙ্গে নিজের জীবন তুলনা করা শুধু হতাশাই বাড়ায়। বরং প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করুন। গতকালের চেয়ে আজ একটু ভালো হতে পারলেই সেটি বড় অর্জন।

ক্ষমা করতে শিখুন
অভিমান ও রাগ আমাদের মনে ভারী পাথরের মতো বোঝা হয়ে থাকে। ক্ষমা মানে ভুলে যাওয়া নয়, বরং নিজের মনকে মুক্ত করা। যখন কাউকে ক্ষমা করতে পারি, তখন নিজের ভেতরেই হালকা লাগতে শুরু করে।

নিজের পছন্দের কাজ করুন
চিত্রাঙ্কন, লেখা, সংগীত, বাগান করা—যে কোনো সৃষ্টিশীল কাজে সময় দিন। নিজের ভালো লাগার জায়গায় সময় দিলে মানসিক প্রশান্তি আসে।

অপূর্ণতাকে মেনে নিন
জীবন কখনোই নিখুঁত নয়। ভুল, ব্যর্থতা, অসম্পূর্ণতা—এসবই জীবনের অংশ। এগুলো মেনে নিতে পারলেই মনের ভার কমে যায়।

সুখ কোনো নির্দিষ্ট গন্তব্য নয়, বরং এটি একটি যাত্রা। প্রতিদিনের ক্ষুদ্র মুহূর্তগুলোয়, সামান্য ভালোবাসায়, কৃতজ্ঞতার ছোট চর্চায় লুকিয়ে থাকে আমাদের আসল সুখ। নিজের ভেতরের আলো জ্বালাতে পারলেই জীবনের অন্ধকার নিজে থেকেই মুছে যাবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence