যেসব বৈদ্যুতিক যন্ত্র কখনও মাল্টিপ্লাগে ব্যবহার উচিত নয়

মাল্টিপ্লাগ
মাল্টিপ্লাগ  © সংগৃহীত

ঘরের বৈদ্যুতিক সংযোগে একাধিক যন্ত্র চালাতে মাল্টিপ্লাগ এখন প্রায় সবার দরকারি জিনিস। কিন্তু এর ভুল ব্যবহারই হতে পারে অগ্নিকাণ্ড বা যন্ত্রপাতি নষ্ট হওয়ার প্রধান কারণ। বিশেষ করে কিছু ভারী বিদ্যুৎচালিত যন্ত্র কখনওই মাল্টিপ্লাগে ব্যবহার করা উচিত নয়।

চলুন জেনে নিই—যেসব বৈদ্যুতিক যন্ত্র মাল্টিপ্লাগে ব্যবহার করা ঝুঁকিপূর্ণ এবং কেন।

ফ্রিজ বা রেফ্রিজারেটর
ফ্রিজ চালু হওয়ার সময় অনেক বেশি ভোল্টেজ টানে (প্রাথমিক স্টার্টিং কারেন্ট)। মাল্টিপ্লাগের তার সাধারণত এত বেশি লোড সহ্য করতে পারে না। এতে অতিরিক্ত তাপ সৃষ্টি হয়ে শর্ট সার্কিট বা আগুন লাগতে পারে।

ওয়াশিং মেশিন
ওয়াশিং মেশিনে মোটর ও হিটার থাকে, যা উচ্চক্ষমতার বিদ্যুৎ নেয়। মাল্টিপ্লাগে চালালে তার গরম হয়ে গলে যেতে পারে, এমনকি পুরো সার্কিট পুড়ে যেতে পারে।

ইলেকট্রিক আয়রন
একটি ইস্ত্রি মেশিন সাধারণত ১০০০–২০০০ ওয়াট পর্যন্ত বিদ্যুৎ খরচ করে। এটি মাল্টিপ্লাগে লাগানো মানে সরাসরি আগুনের ঝুঁকি ডেকে আনা।

মাইক্রোওয়েভ ওভেন
ওভেনের হিটিং কয়েল বিপুল বিদ্যুৎ টানে। অনেক সময় মাল্টিপ্লাগের সংযোগ যথেষ্ট শক্ত নয়, ফলে আগুনের ঝুঁকি তৈরি হয়।

ইলেকট্রিক কেটলি ও রাইস কুকার
এগুলো কয়েক মিনিটেই পানি বা খাবার গরম করতে প্রচুর কারেন্ট ব্যবহার করে। একই লাইনে অন্য যন্ত্র থাকলে সার্কিট ব্রেকার ট্রিপ করতে পারে।

হিটার, ব্লোয়ার বা গিজার
এই যন্ত্রগুলো সবচেয়ে বেশি বিদ্যুৎ খরচ করে। তাই এগুলো সবসময় সরাসরি ওয়াল সকেটে লাগানো উচিত, শক্তিশালী সার্কিট ব্রেকারসহ।

নিরাপদ ব্যবহারের টিপস
মাল্টিপ্লাগে সর্বোচ্চ ২–৩টি স্বল্পক্ষমতার (ফোন চার্জার, টিভি, ল্যাম্প) যন্ত্রই ব্যবহার করুন। ISO বা BSTI সার্টিফায়েড মাল্টিপ্লাগ ব্যবহার করুন। কখনও একটির পর আরেকটি মাল্টিপ্লাগ জোড়া লাগাবেন না। প্লাগ বা তার গরম লাগলে সঙ্গে সঙ্গে খুলে ফেলুন।

একটি ছোট মাল্টিপ্লাগ আমাদের অনেক সুবিধা দিলেও, ভুল ব্যবহারে তা হয়ে উঠতে পারে মৃত্যুফাঁদ। তাই ভারী যন্ত্র সবসময় নির্দিষ্ট ওয়াল সকেটে ব্যবহার করুন, নিরাপত্তাকেই দিন অগ্রাধিকার।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence