হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার, পেমেন্ট করতে লাগবে না পিন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ০৪:১৯ PM , আপডেট: ০৯ মার্চ ২০২৫, ০৪:১৯ PM

যারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পেমেন্ট করেন, তাদের জন্য সুখবর। পেমেন্ট করতে লাগবে না পিন। হোয়াটসঅ্যাপ শিগগিরই তাদের ব্যবহারকারীদের জন্য এই ফিচারটি চালু করতে যাচ্ছে।
এই বৈশিষ্ট্যটি চালু হওয়ার পরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে লেনদেন করা সহজ হয়ে যাবে। ব্যবহারকারীদের বারবার পিন লিখতে হবে না। পরিসংখ্যান বলছে, ভারত হোয়াটসঅ্যাপের সবচেয়ে বড় বাজার। এই বৈশিষ্ট্যটি চালু হওয়ার পরে কোটি কোটি মানুষ এই সুবিধা পেতে চলেছে। এই বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত জানা যাক।
আরও পড়ুন: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অগ্রিম বেতন নিয়ে নতুন সিদ্ধান্ত
মিডিয়া রিপোর্ট বলছে, হোয়াটসঅ্যাপ পেমেন্ট কার্যকারিতার মধ্যে ইউপিআই লাইট অন্তর্ভুক্ত করতে চলেছে। এটি ব্যবহারকারীদের জন্য পেমেন্ট করা সহজ করে তুলবে। ইউপিআই লাইট সাধারণত অল্প পরিমাণে লেনদেনের জন্য ব্যবহৃত হয়। এর জন্য কোর-ব্যাংকিং প্রয়োজন হয় না। ব্যবহারকারীরা এই ওয়ালেটে অর্থ অ্যাড করতে পারেন ও তাদের স্থানান্তর করার জন্য খুব বেশি যাচাইকরণের প্রয়োজন হয় না। এর ফলে পেমেন্ট দ্রুত ও সহজ হয়ে ওঠে। সংস্থা বর্তমানে এই বৈশিষ্ট্যটি ডেভেলপ করছে। এটি চালু হতে কিছুটা সময় লাগতে পারে।