৪১তম বিসিএস: যেমন ছিল আশরাফ চৌধুরীর ভাইভা অভিজ্ঞতা

আশরাফ চৌধুরী
আশরাফ চৌধুরী  © টিডিসি ছবি

আশরাফ চৌধুরী। সম্প্রতি প্রকাশিত ৪১তম বিসিএসের চূড়ান্ত পরীক্ষায় গণপূর্ত ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের এই গ্র্যাজুয়েট বর্তমানে পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্পের ব্রিজ এন্ড ভায়াডাক্ট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত রয়েছেন। দ্যা ডেইলি ক্যাম্পাসের কাছে বিসিএস ভাইভার অভিজ্ঞতা শেয়ার করছেন আশরাফ চৌধুরী-

আশরাফ: আসতে পারি স্যার?
চেয়ারম্যান: আসুন। বসুন।

আশরাফ: আসসালামুয়ালাইকুম।

চেয়ারম্যান: আপনি ২০১৮ সালে ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন। এখন কী করেন? কোথায়ও আছেন?
আশরাফ:…………………………………………………

চেয়ারম্যান: প্রকল্পটি কী চীন বাস্তবায়ন করছে?
আশরাফ:………………………………………………….

চেয়ারম্যান: আচ্ছা সবাই যে বলে পদ্মা সেতু ১.৫% জিডিপি বাড়াবে, এটা কী সম্ভব? আমার তো মনে হয় না।
আশরাফ:………………………………………………….

চেয়ারম্যান: শিল্প ছাড়া কী এটা সম্ভব? আর আমাদের তো গ্যাস নাই। কারখানা চলবে কীভাবে! তাহলে কীভাবে কী?
আশরাফ:…………………………………………………….

চেয়ারম্যান: সেক্ষেত্রে গ্যাস পাওয়ার সম্ভাবনা কতটুকু? আপনি স্ট্যাটিস্টিক্স পরেছেন না? পারসেন্ট এ বলুন।
আশরাফ:…………………………………………………………….

চেয়ারম্যান: কিন্তু মিয়ানমার তো তাদের অংশে গ্যাস পেয়েছে।
আশরাফ:…………………………………………………………………...

চেয়ারম্যান: আমার জীবনের সবচেয়ে সুখের মুহূর্ত শুনুন। এবার আপনার জীবনের সবচেয়ে সুখের মুহূর্ত বলুন।
আশরাফ:………………………………………………………………….

এক্সটারনাল ০১: এই যে সবাই চতুর্থ শিল্প বিপ্লব, এটা আসলে কী?
আশরাফ:……………………………………………………………………….

এক্সটারনাল-০১: চতুর্থ শিল্প বিপ্লব এর সুবিধা ও অসুবিধা বলুন।
আশরাফ:…………………………………………………………………………

চেয়ারম্যান: চতুর্থ শিল্প বিপ্লব এ কী কী প্রযুক্তি থাকবে?
আশরাফ:……………………………………………………………………………….

চেয়ারম্যান: আচ্ছা এই যে শুনি ফ্রীজ বাজার অর্ডার করবে, এতে করে মানুষের ওপর কি মানসিক প্রতিক্রিয়া পড়বে?
আশরাফ:…………………………………………………………………………………

এক্সটারনাল-০১: কীভাবে এই বিরূপ প্রতিক্রিয়া দূর করা যাবে?
আশরাফ::……………………………………………………………………………

এক্সটারনাল-০১: মানুষের সাথে মানুষের স্ংযোগ কীভাবে বাড়ানো যায়?
আশরাফ:……………………………………………………………………………

এক্সটারনাল-০১: এক্ষেত্রে সাংস্কৃতিক কার্যক্রমের গুরুত্ব কী?
আশরাফ:……………………………………………………………………………

চেয়ারম্যান: আচ্ছা, সংস্কৃতি কী স্থায়ী? নাকি পরিবর্তনশীল?
আশরাফ:……………………………………………………………………….

চেয়ারম্যান: আমি বুঝতে পারিনি। উদাহরণ দিন।
আশরাফ:………………………………………………………………………………………..

এক্সটারনাল-০২: আমি আপনাকে একটি প্রশ্ন করি।
আশরাফ:……………………………………………………………………………………

এক্সটারনাল-০২:  একজন সিভিল সারভেন্ট হিসেবে আপনি সিভিল সার্ভিসে এসে কী কী করবেন? দেশীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে বলবেন, আপনি সিভিল সার্ভিসে কী কী পরিবর্তন করতে চান?
আশরাফ:………………………………………………………………………………….

এক্সটারনাল-০২: আপনি আর কী কাজ করতে চান?
আশরাফ:…………………………………

এক্সটারনাল-০২: If Bangladesh open up its Economic and cultural sector, is it will be good or bad?  What is your opinion?
আশরাফ:………………………………………………………………….

এক্সটারনাল-০২: Thank you. আপনার কাগজপত্রগুলো নিয়ে যান।
আশরাফ: ধন্যবাদ। আসসালামুয়ালাইকুম।

ভাইভার তারিখ: ৯ মে ২০২৩ইং
ভাইভার সময়: প্রায় ১৭ মিনিট
বোর্ড চেয়ারম্যান: আলি আজম, পিএসসি সদস্য


সর্বশেষ সংবাদ