বছরের সেরা শব্দ ‘রেজ বেইট’ আসলে কী?
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:২২ AM
শিশু থেকে বৃদ্ধ— সবাই প্রতিদিনই কিছুটা সময় সোশ্যাল মিডিয়ায় কাটান। কে কী পোস্ট করল, কী ছবি বা ভিডিও দিল, কী জানালো— সেসবই দেখা হয়। নিজের অনুভূতি জানানোর প্রবণতাও আছে। কিন্তু একটি বিষয় কি খেয়াল করেছেন? সোশ্যাল মিডিয়ার পাতা স্ক্রল করতে করতে হঠাৎই কোনো কারণ ছাড়াই বিরক্তি অনুভব করছেন।
কারো পোস্টে মেজাজ খারাপ হয়ে গেল, কিংবা কোনো মন্তব্য পড়েই মাথা গরম হয়ে উঠল— এমন অভিজ্ঞতা আমাদের সবারই আছে। এটি নিছক কাকতালীয় নয়; বরং এটি এক ধরনের অনলাইন ফাঁদ, যার নাম ‘রেজ বেইট’ (Rage Bait)।
সম্প্রতি অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস (OUP) বছরের সেরা শব্দ হিসেবে নির্বাচন করেছে এই শব্দটিকে। কিন্তু রেজ বেইট আসলে কী? এটি বলতে কী বোঝায়?
রেজ বেইট (Rage Bait) কী?
অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের ব্যাখ্যা অনুযায়ী, রেজ বেইট হলো এমন অনলাইন কনটেন্ট যা ইচ্ছাকৃতভাবে মানুষের রাগ বা ক্ষোভ উসকে দেয়। অপমানজনক, বিরক্তিকর বা উত্তেজনাকর কনটেন্ট সাজিয়ে পোস্ট করা হয় মূলত কোনো ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ট্রাফিক ও এনগেজমেন্ট বাড়ানোর জন্য।
সহজ ভাষায়— মানুষকে রাগিয়ে তোলার উদ্দেশ্যে তৈরি অনলাইন কনটেন্টই রেজ বেইট। এই পদ্ধতি সফল হয় কারণ রাগী মানুষ এসব পোস্টে বেশি কমেন্ট করেন, বেশি শেয়ার করেন, আর খারাপ প্রমাণ করতে গিয়ে দীর্ঘক্ষণ সময় ব্যয় করেন— যা শেষ পর্যন্ত এনগেজমেন্ট বাড়ায়।
রেজ বেইট ছড়িয়ে পড়ে কেন?
এ ধরনের কনটেন্ট দ্রুত এবং বেশি রিয়্যাকশন আনে— তাই তা লাভজনক। মানুষ যখন বিরক্ত বা রেগে যায়, তখন না ভেবেই কমেন্ট করতে থাকে। কথার পিঠে কথা বাড়ে, এনগেজমেন্টও বেড়ে যায়। এনগেজমেন্ট বাড়লে পোস্টের রিচ বাড়ে; রিচ বাড়লে ফলোয়ার বাড়ে, আর তাতেই বাড়ে আয় ও প্রভাব।
রেজ বেইট শুধু অনলাইনেই সীমাবদ্ধ নয়— সামাজিক পরিস্থিতিতেও প্রয়োগ হতে পারে। আপনি চাইলে বন্ধুকে বা সঙ্গীকেও ‘রেজ বেইট’ করতে পারেন।
অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস জানিয়েছে, গত এক বছরে শব্দটির ব্যবহার তিনগুণেরও বেশি বেড়েছে— যা প্রমাণ করে রেজ বেইট এখন অনলাইনের খুবই সাধারণ বিষয়।
অক্সফোর্ড ল্যাঙ্গুয়েজেসের প্রেসিডেন্ট ক্যাসপার গ্র্যাথওহলের ভাষায়— রেজ বেইট শব্দটির অস্তিত্ব এবং এর ব্যবহারের তীব্র বৃদ্ধি দেখায়, আমরা অনলাইনে মানুষকে প্রভাবিত করার কৌশলে যেমন জড়িয়ে পড়ছি, তেমনি বিষয়টি সম্পর্কে সচেতনতাও বাড়ছে। তিনি আরও বলেন, আগে ইন্টারনেটে ক্লিকের বিনিময় আমাদের কৌতূহল জাগাতো; এখন তা আবেগও নিয়ন্ত্রণ করছে— অনলাইন কালচার ও প্রযুক্তিনির্ভর দুনিয়ায় যা প্রায় স্বাভাবিক হয়ে গেছে।
রেজ বেইটের পাশাপাশি আলোচনায় থাকা আরও দুটি শব্দ
অরা ফার্মিং (Aura Farming)
এই শব্দগুচ্ছ বোঝায়— অনলাইনে নিজের উপস্থিতি এমনভাবে সাজানো, যাতে আত্মবিশ্বাস, আকর্ষণ বা রহস্যময়তা তৈরি হয় এবং অন্যদের কাছে তা অত্যন্ত মনোযোগকাড়া মনে হয়। অর্থাৎ অনলাইন ইমেজ ব্যবহার করে অন্যদের দৃষ্টি আকর্ষণ করা।
বায়োহ্যাক (Biohack)
জীবনযাপনের সঙ্গে সম্পর্কিত এই শব্দটি নির্দেশ করে—খাদ্যাভ্যাস, ব্যায়াম, জীবনধারা, ওষুধ, সাপ্লিমেন্ট বা প্রযুক্তিগত ডিভাইস ব্যবহার করে শারীরিকমানসিক সক্ষমতা উন্নত করা এবং সুস্থ থাকার চেষ্টা করা। অর্থাৎ জীবনধারায় সুস্থ পরিবর্তন আনাই বায়োহ্যাক।