বাণিজ্যিক ওয়েবসাইট চালু করল বিএসসিএল, অনলাইনে মিলবে সেবা
বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) প্রথমবারের মতো চালু করেছে তাদের বাণিজ্যিক ওয়েবসাইট, যার মাধ্যমে গ্রাহকরা আরও সহজে ও দক্ষতার সঙ্গে বিভিন্ন সেবা নিতে পারবেন। সরকারি ওয়েবসাইট ছাড়াও দেশের ভেতর ও বাইরে নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সংযোগ বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মুহাম্মদ ইমাদুর রহমান।
ড. মুহাম্মদ ইমাদুর রহমান জানান, নতুন ওয়েবসাইট কোম্পানির অনলাইন যোগাযোগকে আরও কার্যকর করবে এবং সাধারণ মানুষকে বিএসসিএল সম্পর্কে জানার সুযোগ করে দেবে। বর্তমানে এটি সাময়িক পরীক্ষামূলকভাবে চালু রয়েছে, তবে খুব শিগগিরই পূর্ণাঙ্গ কনটেন্ট নিয়ে এটি সম্পূর্ণরূপে অপারেশনাল হবে।
নতুন ওয়েবসাইটের মাধ্যমে গ্রাহকরা কোম্পানির সেবা, পণ্য ও কার্যক্রম সম্পর্কে সহজে তথ্য পেতে পারবেন এবং সরাসরি অনলাইন যোগাযোগের সুবিধাও গ্রহণ করতে পারবেন।
বিএসসিএল জানায়, তারা সময়োপযোগী ও ইতিবাচক পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে দেশের স্যাটেলাইট খাতে কাজ করে যাচ্ছে, এবং এই ওয়েবসাইট চালুর মধ্য দিয়ে ডিজিটাল যুগে আরও এক ধাপ এগিয়ে গেল সংস্থাটি।