মক্কায় শাহরুখ-গৌরী, ভাইরাল ছবিটির নেপথ্যে

ছড়িয়ে পড়া ছবি
ছড়িয়ে পড়া ছবি  © সংগৃহীত

বলিউডের শাহরুখ খান স্ত্রী গৌরী খান ও ছেলে আরিয়ানকে নিয়ে মক্কায় গেছেন। নতুন বছরে এই তারকা দম্পতিকে মক্কায় দেখা গেছে—এমন দাবিতে কিছু ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকে বলছেন, তিনি সপরিবার ওমরাহ করতে গেছেন।

ছবিগুলো প্রথম প্রকাশিত হয় খ্রিষ্টীয় নববর্ষের প্রথম দিনে। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন অ্যাকাউন্ট ও পেজ থেকে ছবিগুলো পোস্ট করে দাবি করা হয়, শাহরুখ খান ও তার পরিবার বছরের প্রথম দিনে পবিত্র শহর মক্কায় গিয়েছিলেন। ছবিতে শাহরুখ, গৌরী ও আরিয়ানকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাদের পেছনে দেখা যাচ্ছে মক্কার বিশাল গ্র্যান্ড মসজিদ।

এই ছবিগুলো দ্রুত বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকে এটিকে সত্যি বলে মনে করেছেন। তবে পরে জানা যায়, ছবিটি ভুয়া। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা হয়েছে।

কিছু ইনস্টাগ্রাম হ্যান্ডল ছবিটি পোস্ট করার সময় স্পষ্টভাবে উল্লেখ করেছে যে এটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি।

এআইয়ের ব্যাপক ব্যবহার এবং ডিপফেক ভিডিওর বিস্তার বিশ্বজুড়ে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাজ্য এবং অন্যান্য দেশে পরিচালিত গবেষণায় দেখা গেছে, হাজার হাজার বিখ্যাত ব্যক্তি ডিপফেক পর্নোগ্রাফির শিকার হয়েছেন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা ডিজিটালভাবে পরিবর্তিত ভিডিওর কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ভারতে রাশমিকা মান্দানা, ক্যাটরিনা কাইফ ও আমির খানের ভিডিও-ও ইন্টারনেটে ছড়িয়েছিল, যা পরে ভুয়া প্রমাণিত হয়। এবার ডিপফেকের লক্ষ্যবস্তু হয়ে উঠলেন শাহরুখ খান।

শাহরুখ খানের স্ত্রী গৌরী সনাতন ধর্মালম্বী। স্বামী-স্ত্রী দুই ধর্মের হলেও তিন দশক ধরে সংসার করছেন তারা। দুই দশক আগে গৌরি বলেছিলেন, তিনি স্বামীর ধর্মকে সম্মান করেন। কিন্তু ধর্মান্তরিত হওয়ায় তার বিশ্বাস নেই। তিনি মনে করেন সব ব্যক্তির নিজ নিজ ধর্ম মেনে চলার অধিকার রয়েছে।

এর আগেও ভারতে অভিনেত্রী রাশমিকা মান্দানা, ক্যাটরিনা কাইফ এবং আমির খানের ভুয়া ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে। এর সর্বশেষ শিকার হলেন শাহরুখ খান।


সর্বশেষ সংবাদ