যশোরে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ
- যশোর প্রতিনিধি
- প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ০৫:৩০ PM , আপডেট: ২০ এপ্রিল ২০২৫, ০৫:৩০ PM

ছয় দফা দাবিতে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা। রবিবার (২০ এপ্রিল) সকাল ১১টায় পলিটেকনিক কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি যশোর শহরের প্রাণকেন্দ্র দড়াটানা গিয়ে জমায়েত হয়। এরপর সেখানে সমাবেশ করে শিক্ষার্থীরা। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, অবিলম্বে তাদের ৬ দফা দাবি মেনে নিতে হবে। বারবার আলোচনার নামে তাদের সাথে প্রতারণা করা হচ্ছে। তারা প্রতারণা নয় সমাধান চান। আন্দোলন নয় পড়ার টেবিলে থাকতে চান তারা।