আলোচনায় সন্তুষ্ট নন পলিটেকনিক শিক্ষার্থীরা, শীঘ্রই কঠোর কর্মসূচি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ০২:৫৫ PM , আপডেট: ১৭ এপ্রিল ২০২৫, ০২:৫৫ PM

সারাদেশে চলমান আন্দোলনের মধ্যেই আলোচনায় বসেছিল পলিটেকনিক শিক্ষার্থীরা, তবে তারা এই আলোচনায় সন্তুষ্ট হতে পারেননি। ফলে কারিগরি ছাত্র আন্দোলন শীঘ্রই কঠোর কর্মসূচি ঘোষণার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এর আগে আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) শিক্ষা উপদেষ্টার আহ্বানে বৈঠকে বসেন ৬ দফা দাবিতে আন্দোলনরত পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
আলোচনা শেষে শিক্ষার্থীরা সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, শিক্ষা উপদেষ্টা আলোচনা করার কথা থাকলেও শিক্ষা উপদেষ্টা উপস্থিত ছিল না, এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবও ছিলেন না। যারা উপস্থিত ছিলেন, তাঁদের পক্ষ থেকেও কোনো প্রমাণযোগ্য কাগজপত্র উপস্থাপন করা হয়নি। তারা বলছে এটা করেছি, ওটা করেছি, কিন্তু আমরা কোনো দৃশ্যমান ফলাফল দেখছি না। শুধু মুখে বলা হচ্ছে, অথচ বাস্তবে কিছুই নেই।”
আন্দোলনরত পক্ষের পক্ষ থেকে জানানো হয়, “আলোচনায় আমরা কোনোভাবেই সন্তুষ্ট নই। তাই সারাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটসমূহ ও কারিগরি ছাত্র আন্দোলন দ্রুতই সম্মিলিতভাবে কঠোর কর্মসূচি গ্রহণ করবে।” নতুন কর্মসূচি সম্পর্কে শিগগিরই গণমাধ্যমে বিস্তারিত জানানো হবে বলেও তারা জানিয়েছেন।