যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

  © সংগৃহীত

আগামী মে মাস থেকে হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যেতে পারে আপনার ফোনে! যদি আপনি পুরনো আইফোন ব্যবহার করে থাকেন, তাহলে এখনই সতর্ক হোন।

বিশ্বজুড়ে সবচেয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ প্রতিনিয়ত তাদের অ্যাপের সিকিউরিটি ও পারফরম্যান্স উন্নত করার জন্য নতুন আপডেট আনছে। সে কারণে পুরনো কিছু ফোন আর এই অ্যাপ সাপোর্ট করবে না।

মেটা কর্তৃপক্ষ জানিয়েছে, বিশেষ করে যেসব আইফোনের আইওএস ১৫.১ বা তার নিচের ভার্সন চলছে, সেসব ফোনেই হোয়াটসঅ্যাপ আর কাজ করবে না।

হোয়াটসঅ্যাপের অফিসিয়াল ঘোষণায় বলা হয়েছে, iPhone 5S, iPhone 6 ও iPhone 6 Plus─ এই তিন মডেল মে মাস থেকে হোয়াটসঅ্যাপ সাপোর্ট করবে না। কারণ এই মডেলগুলোর সর্বোচ্চ আপডেটযোগ্য আইওএস ভার্সন হলো iOS 12। যা হোয়াটসঅ্যাপের নতুন ভার্সনের জন্য যথেষ্ট নয়।

এ ছাড়া অন্যান্য আইফোন ব্যবহারকারীদের ক্ষেত্রেও ঝুঁকি রয়েছে। যদি তাদের ফোনে এখনো আইওএস ১৫.১ বা তার আগের ভার্সন ইনস্টল করা থাকে।

কীভাবে বুঝবেন আপনার ফোনে আইওএস ১৫.১ চলবে কি না?
আপনার আইফোনের সফটওয়্যার ভার্সন জানতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:

Settings-এ যান
General সেকশনে যান
এরপর ক্লিক করুন About
তারপর Software Update সেকশনে দেখুন, আপনার ফোনে কোন iOS ভার্সন চলছে এবং কোনো আপডেট বাকি আছে কি না।

যদি আইওএস ১৫.২ বা তার পরবর্তী ভার্সন ইনস্টল করা থাকে, তাহলে চিন্তার কিছু নেই। কিন্তু পুরনো ভার্সন থাকলে হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি থেকেই যায়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence