ইউরোপীয় গার্লস অলিম্পিয়াডে সাফল্য বাংলাদেশের, দুই পদক জয়
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১১ এপ্রিল ২০২২, ১০:৫৩ AM , আপডেট: ১১ এপ্রিল ২০২২, ১০:৫৩ AM
ইউরোপীয় গার্লস ম্যাথ অলিম্পিয়াডে (ইজিএমও) দারুন সাফল্য দেখিয়েছেন বাংলাদেশের মেয়েরা। দুটি ব্রোঞ্জ পদক জয়ের পাশাপাশি দুটি সম্মানজনক স্বীকৃতিও আদায় করে নিয়েছে তারা। গত শুক্র ও শনিবার অনলাইনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের নুজহাত আহমেদ দিশা ও রায়ান বিনতে মোস্তফার ব্রোঞ্জ পদক জিতে নিয়েছেন। আর আর আরিফা আলম ও আফসানা আখতারের মিলেছে সম্মানজনক স্বীকৃতি। মোট ৫৭ পয়েন্ট পেয়ে ৫৭টি দেশের মধ্যে ২৯তম হয়েছে বাংলাদেশ।
বিষয়টি জানিয়ে এক ফেসবুক পোস্টে প্রথম আলোর ইয়ুথ বিভাগের প্রধান মুনির হাসান বলেন, ‘সকালে ঘুম ভাঙতেই মনে হলো কেমন কঠিন ছিল এ জার্নি। এই প্রতিযোগিতার রেজিস্ট্রেশন ফি ছিল ৭ হাজার ইউরো। কিন্তু আয়োজকেরা আমাদের জন্য সেটি নামিয়ে দেয় মাত্র ৩০০ ইউরোতে। সেজন্য এ অলিম্পিয়াডে পাঠানো সম্ভব হয়েছে।’
আরো পড়ুন: একে একে ৪টি পার, পঞ্চম বিসিএসে ম্যাজিস্ট্রেট শামীম
তিনি বলেন, ‘আমি জানি বিশ-তেইশ থেকে আবারও পুরানো ছন্দে ফিরে যাবে অলিম্পিয়াড। আমার যোগাড় করতে নামতে হবে ৭ হাজার ইউরো আর কোনো এক ইউরোপীয় দেশে যাওয়ার যাতায়াত খরচ। যোগাড় করতে হবে দেশে বিডিজিএমও আয়োজনের খরচাপাতি। খুবই সামান্য যদিও একটা কনসার্টের খরচের তুলনায়।’
মুনির হাসান বলেন, ‘আলাদা করে মেয়েদের জন্য অলিম্পিয়াড আয়োজনের কথা কেউ শুনতে চায় না। ভাবে আলাদা কী দরকার। কিন্তু ভুলে যায়, ইউরোপ কিংবা চীন সবাই তাদের মেয়েদের আলাদা যত্ন নেয়। কারণ তারা নেপোলিয়নে আস্থা রাখে-মেয়েরা আগালে একটা জাতি আগায়।’
এবারের ইজিএমওর আয়োজক দেশ ছিল হাঙ্গেরি। বাংলাদেশে ডাচ বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এর আয়োজক ছিল বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। ব্যবস্থাপনায় ছিল প্রথম আলো।