দুমকী’র বালিকা দল পটুয়াখালী জেলায় চ্যাম্পিয়ন
- পটুয়াখালী প্রতিনিধি
- প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫২ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৮ PM
৫০ তম গ্রীষ্মকালীন আন্তস্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ এর ফুটবল খেলায় পটুয়াখালী জেলায় চ্যাম্পিয়ন হয়েছে দুমকী উপজেলার বালিকা দল।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় পটুয়াখালী ডিসি কোর্টের সামনের মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় জেলা সদর উপজেলাকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় দুমকী উপজেলার বালিকা দল। এ উপজেলাকে প্রতিনিধিত্ব করে দুমকী আপতুন নেসা খাতুন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বালিকা দল ।
এর আগে (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা চেয়ারম্যান ড. হারুন অর রশীদ হাওলাদার এর উদ্বোধন করেন।
এছাড়া উক্ত প্রতিযোগীতার ফুটবল বিষয়ে দুমকীতে ৬টি বিদ্যালয়ের বালিকাদল অংশ নিয়েছিল বলে ডেইলি ক্যাম্পাসকে জানান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুন নাহার ইয়াসমিন।