পদ হারালেন শেকৃবি ছাত্রলীগের সেই দুই নেতা

কবি কাজী নজরুল ইসলাম হল ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি এস এম সজীব হোসাইন ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান
কবি কাজী নজরুল ইসলাম হল ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি এস এম সজীব হোসাইন ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান  © সংগৃহীত

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি)  শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে দুই নেতা বহিষ্কার করেছে শেকৃবি ছাত্রলীগ। বৃহস্পতিবার শাখা ছাত্রলীগের সভাপতি এস এম মাসুদুর রহমান মিঠু ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের ফেসবুক পেজে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি পোস্ট করা হয়।

তারা হলেন কবি কাজী নজরুল ইসলাম হল ছাত্রলীগের সভাপতি এস এম সজীব হোসাইন ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান। এর আগে কয়েকটি গণমাধ্যমে হল ডাইনিংয়ে এ দুই নেতার চাঁদাবাজির খবর প্রকাশ হলে তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেয় শেকৃবি ছাত্রলীগ।

আরো পড়ুন: রাবি ছাত্রলীগ নেতার বিরুদ্ধে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

তাদের বিরুদ্ধে হল প্রভোস্ট অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ ডাইনিং, ক্যান্টিন ও বিভিন্ন অনুষ্ঠানে চাঁদা আদায়ের অভিযোগ করেন সাংবাদিকদের কাছে। পরে কর্মচারীদের বিভিন্নভাবে হুমকি ও চাঁদা দেয় না- এই মর্মে স্বাক্ষর নেওয়ার প্রচেষ্টা চালায় দুই নেতা।

গত ৩ আগস্ট তাদেরকে তিন কার্যদিবসের মধ্যে শাখা ছাত্রলীগের দফতর সেলে জমা দেওয়ার জন্য শোকজ নোটিশ দেয়। এ বিষয়ে বহিষ্কৃত দুই নেতা, শাখা ছাত্রলীগ সভাপতি ও হল প্রভোস্টের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।


সর্বশেষ সংবাদ