ছাত্রলীগ সন্ত্রাসের ভূমিকায় অবতীর্ণ হয়েছে: ফখরুল

ছাত্রদলের আহত নেতাকর্মীদের দেখতে শমরিতা হাসপাতালে বিএনপি মহাসচিব
ছাত্রদলের আহত নেতাকর্মীদের দেখতে শমরিতা হাসপাতালে বিএনপি মহাসচিব  © টিডিসি ফটো

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা দেখেছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের পরেই স্বাভাবিকভাবে সারাদেশে প্রতিবাদের ঝড় উঠেছে। এ ঝড়কে দমন করতে ছাত্রলীগ সন্ত্রাসের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগের হামলায় আহত ছাত্রদল নেতা-কর্মীদের শমরিতা হাসপাতালে দেখতে গিয়ে গণমাধ্যমকে এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আজকে ছাত্রলীগের ভয়াবহ তাণ্ডবের দ্বিতীয় দিন ছিল। আজ তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতাকর্মীদের উপর ভয়াবহ আক্রমণ করেছে। এতে প্রায় শতাধিক ছাত্রদল নেতকর্মী এতে আহত হয়েছেন।

এদিন পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল থেকে হাইকোর্ট এলাকার আশপাশে জড়ো হতে থাকেন ছাত্রদলের নেতা-কর্মীরা। দুপুর ১২টার দিকে তাঁরা মিছিল বের করেন। মিছিলটি হাইকোর্ট মোড় হয়ে দোয়েল চত্বরের দিকে অগ্রসর হয়।

আরও পড়ুন: সাংবাদিককে পিটিয়ে মোবাইল ছিনতাই করেছে ঢাবি ছাত্রলীগ কর্মীরা (ভিডিও)

দোয়েল চত্বর এলাকায় আগে থেকে অবস্থান করছিলেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। ছাত্রদলের মিছিলটি দোয়েল চত্বর এলাকায় ছাত্রলীগের বাধার মুখে পড়ে। ছাত্রদল প্রথমে ছাত্রলীগকে ধাওয়া দেয়। ধাওয়া দিয়ে ছাত্রদল কিছুদূর অগ্রসর হয়। পরে ছাত্রলীগের নেতা-কর্মীরা পাল্টা ধাওয়া দেন। ছাত্রলীগের পাল্টা ধাওয়ায় ছাত্রদল পিছু হটে।

ফখরুল বলেন, ছাত্রলীগ হাইকোর্টের ভেতরে ডুকেও আক্রমণ করেছে। সেখানে তারা ছাত্রদলের নেতাকর্মীদের খুঁজে খুঁজে মারধর করেছে, নারী কর্মীদেরও তারা রেহায় দেয়নি।

ছাত্রলীগের হামলায় আহত হয়ে হাসপাতালে ভর্তি নেতাকর্মীদের বিষয়ে ফখরুল বলেন, এখানে প্রায় ৫০ জন আহত নেতাকর্মীকে দেখেছি। সবার অবস্থা খুবই ভয়াবহ। তাদের প্রত্যেকে মারাত্বকভাবে আহত করা হয়েছে। কারো মাথায়, কারো শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। কয়েকজনকে আইসিউতে রাখা হয়েছে।

বিএনপি মহাসচিব ছাত্রদল নেতাকর্মীদের উপর হামলার বিচার দাবি করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার দাবি জানিয়েছন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence