ছাত্রলীগকে আত্মসমালোচনা-আত্মশুদ্ধি করতে হবে: শিক্ষামন্ত্রী

বটতলায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী
বটতলায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী  © সংগৃহীত

ছাত্রলীগকে আত্মসমালোচনা ও আত্মশুদ্ধির পরামর্শ দিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সংগঠনটির ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আলোচনা সভায় শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

এতে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহিদ বুদ্ধিজীবী আলীম চৌধুরীর কন্যা ডা. নুজহাত চৌধুরী। অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

আরও পড়ুন: আইভীর বিপক্ষে কাজ করায় ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

শিক্ষামন্ত্রী বলেন, ‌ছাত্রলীগ তো ছাত্রদের কাগজ-কলম বইপত্র দেয়, অস্ত্রশস্ত্র নয়। ছাত্রলীগই তো ক্যাম্পাসে অন্যায়ের প্রতিবাদ করে। তাহলে এই ছাত্রলীগের কেন মন্দ কথা শুনতে হবে। যেখানে মন্দ কথা হয়, সেখানে নিজেরাই একটু বিশ্লেষণ করতে হবে।

আরও পড়ুন: বছরজুড়ে আলোচনার তুঙ্গে ছিল চবি শাখা ছাত্রলীগ

তিনি বলেন, আমাদের জাতির পিতাই তো শিখিয়ে দিয়ে গেছেন, আত্মসমালোচনা করতে হবে, আত্মশুদ্ধি করতে হবে। তার কথা তো আমাদের মানতেই হবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, নানান সময় নানান লোকের মন্দ কথা আমরা শুনতে পাই। কেননা, ছাত্রলীগের নামকে অনেকেই ব্যবহার করে। আগাছা-পরগাছার তো শেষ নেই। আমাদেরও ক্রটি আছে, দল ভারী করার জন্য কাকে নিচ্ছি অনেক সময় খেয়াল করে দেখি না। আর সুযোগসন্ধানীদের তো অভাব নেই।

আরও পড়ুন: কুয়েট ছাত্রলীগের সম্পাদকসহ ৪ জন আজীবন বহিষ্কার

দীপু মনি বলেন, মানুষের জন্য কাজ করার যে বোধ সেটা বোধহয় সবচেয়ে ভালো পারবে ছাত্রলীগ। কেননা, ছাত্রলীগের জন্মই এ কারণে। জাতির পিতা এ ভূ-খণ্ডের মানুষকে যে স্বপ্ন দেখিয়েছিলেন, তার জন্য আগে ছাত্রলীগ গড়ে তুলেছিলেন।

এর আগে, এদিন সকালে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি শুরু হয়। এতে ছাত্রলীগের কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও মেডিকেল ইউনিটগুলোর নেতাকর্মীরা অংশ নিচ্ছেন।

বিভিন্ন দুর্যোগের ত্রাণ কার্যক্রম, খাদ্য সহায়তা প্রদান, ভার্চুয়াল ব্লাড ব্যাংক পরিচালনা করায় ছাত্রলীগকে ধন্যবাদ জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ছাত্রলীগের ব্লাড ব্যাংক কাজ করলে আর কোনো রক্তের অভাব হওয়ার কথা নয়।


সর্বশেষ সংবাদ