অর্থাভাবে ঢাবিতে ভর্তি হতে না পারা ছাত্রীর পাশে ইশা

ঢাবি ভর্তি
ঢাবি ভর্তি  © সংগৃহীত

অর্থসংকটে ভর্তি অনিশ্চিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ সেশনের রসায়ন বিভাগের ছাত্রী রুনা মজুমদারকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ (পূর্ব নাম ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বা ইশা ছাত্র আন্দোলন), ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে সহায়তা প্রদান করা হয়েছে। আজ সোমবার (৩ জানুয়ারি) ঢাবি শাখা ইসলামী ছাত্র আন্দোলনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি ফি জমা দেয়ার শেষ সময় ঘনিয়ে আসলেও বাবা হারানো রুনা মজুমদারের (হিন্দু ধর্মাবলম্বী) পক্ষে সব টাকা যোগাড় করা সম্ভব হয়নি। ভর্তি যখন প্রায় অনিশ্চিত, তখন এক শুভাকাঙ্ক্ষীর মাধ্যমে সংবাদটি পৌঁছলে ইসলামী ছাত্র আন্দোলন ঢাবি শাখা তৎক্ষণাৎ তার দায়িত্ব গ্রহণ করে।

“গতকাল রবিবার (২ ডিসেম্বর) অনলাইনে ভর্তি ফি জমা দেয়ার শেষ তারিখে যথাসময়ে রুনা মজুমদারকে সহায়তা পৌঁছে দেয়া হয়। সহায়তা পেয়ে রুনা ছাত্র আন্দোলনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এর আগে গত ২৮ ডিসেম্বর অনুরূপ অর্থসংকটে ভর্তি অনিশ্চিত বাংলা বিভাগের শিক্ষার্থী সুলতান আহমদকেও সহায়তা প্রদান করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ঢাকা বিশ্ববিদ্যালয়।”

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হিন্দু-মুসলিম নির্বিশেষে এভাবেই সর্বদা শিক্ষার্থীদের পাশে থাকতে চায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।


সর্বশেষ সংবাদ