শাহবাগে ছাত্রদলের সমাবেশ শুরু

শাহবাগে ছাত্রদলের সমাবেশ
শাহবাগে ছাত্রদলের সমাবেশ  © টিডিসি

রাজধানীর শাহবাগ মোড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। ‘জুলাই‑আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি’ উপলক্ষে আয়োজিত এই সমাবেশ রবিবার (৩ আগস্ট) বেলা ৩টা ১৫ মিনিটে আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

পবিত্র ধর্মগ্রন্থ কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এসময় সংগঠনটির নেতাকর্মীরা জাতীয় পতাকা ও দলীয় পতাকা নাড়াতে থাকেন।

সমাবেশে সঞ্চালনা করছেন ছাত্রদলের সেক্রেটারি নাছির উদ্দীন নাছির ও সভাপতিত্ব করবেন রাকিবুল ইসলাম রাকিব। লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিশেষ অতিথি হিসেবে সমাবেশে উপস্থিত রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল।

এছাড়া বিএনপির শীর্ষস্থানীয় নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আজিজুল বারি এনাম, সালাউদ্দিন আহমেদ টুকু সহ কেন্দ্রীয় অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন।

এদিকে সমাবেশ উপলক্ষে সকাল থেকে জড়ো হতে শুরু করেন নেতাকর্মীরা। দলের পক্ষ থেকে ঘোষিত সমাবেশকে কেন্দ্র করে ঢাকা মহানগরসহ সারাদেশের জেলা উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে উপস্থিত হন।

অপরদিকে নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে সমাবেশস্থল ও আশপাশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। যান চলাচলে বিঘ্ন ঘটায় চাপ বেড়েছে মেট্রোরেলে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!