৪৪ আমলা অপসারণের দাবিতে জুলাই ঐক্যের ‘মার্চ টু সচিবালয়’ কাল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ জুন ২০২৫, ০১:৪৬ PM , আপডেট: ০৫ জুন ২০২৫, ০৭:০০ AM
নির্ধারিত সময়ে (৩১ মে) সচিবালয়সহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে থাকা স্বৈরাচারের দোসর ৪৪ জন আমলাকে অপসারণ না করায় ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি ঘোষণা করেছে ৮০টি সংগঠনের সমন্বয়ে গঠিত প্ল্যাটফর্ম জুলাই ঐক্য। আগামীকাল মঙ্গলবার (৩ জুন) বেলা সাড়ে ১১টায় ছাত্র-জনতাকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করবে প্ল্যাটফর্মটি।
আজ সোমবার (২ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানায় জুলাই ঐক্য।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত ২০ মে জাতীয় প্রেসক্লাবে সচিবালয়সহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে থাকা স্বৈরাচারের দোসর ৪৪ জন আমলার তালিকা প্রকাশ করে জুলাই ঐক্য। সংবাদ সম্মেলন থেকে ৩১ মের পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে আল্টিমেটাম দেওয়া হয়। কিন্তু আমরা দেখছি, সরকার এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করেনি।’
আরও পড়ুন: ২০২৫-২৬ অর্থবছরের ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট পেশ করবেন অর্থ উপদেষ্টা
এতে বলা হয়, “কয়েক দিন ধরে আমরা লক্ষ করছি, সচিবালয়ে থাকা কর্মকর্তা-কর্মচারীরা সংস্কারের উদ্দেশ্যে করা আইনের সংশোধনের বিরুদ্ধে মাঠে আন্দোলন করছে, যা জুলাই স্পিরিটের সঙ্গে সাংঘর্ষিক। জুলাই ঐক্য মনে করে, চব্বিশের বিপ্লব-পরবর্তী সময়ে সচিবালয় অচল করে ‘সিভিল ক্যু’ করার যে পরিকল্পনা তারা নিয়েছে, তার পেছনে রয়েছে ভারতীয় অ্যাজেন্ডা।”
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘পূর্বঘোষণা অনুযায়ী আগামীকাল ৩ জুন (মঙ্গলবার) বেলা সাড়ে ১১টায় ছাত্র-জনতাকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করবে জুলাই ঐক্য। দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি, ভারতীয় প্রক্সি শেখ হাসিনার সহকারীদের সচিবালয় থেকে অবাঞ্ছিত ঘোষণার দাবিতে মার্চ টু সচিবালয় কর্মসূচিতে যোগ দিন।’