ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাকে আটক করে পুলিশে দিল ঢাকা কলেজ ছাত্রদল
- ঢাকা কলেজ প্রতিনিধি
- প্রকাশ: ০৯ মে ২০২৫, ১২:৪৭ PM , আপডেট: ১৮ জুন ২০২৫, ০৮:০১ PM
নিষিদ্ধঘোষিত সংগঠন কেন্দ্রীয় ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশে দিয়েছেন ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৯ মে) দিবাগত রাত দুইটায় রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা কলেজ ছাত্রলীগের নেতা উসমাউল বাহার হিরো। তিনি ঢাকা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী। তিনি কলেজের শহীদ ফরহাদ হোসেন ছাত্রাবাসের ২০৬ নম্বর কক্ষের আবাসিক ছাত্র ছিলেন। তার গ্রামের বাড়ি খুলনা জেলার কয়রা উপজেলায়।
ঢাকা কলেজ ছাত্রদলের সদস্যসচিব মিল্লাদ হোসেনের ভাষ্যমতে, ছাত্রলীগ নেতা বাহার হিরো গত বছরের গণঅভ্যুত্থানের সময় ১৬ জুলাই সায়েন্স ল্যাবে কোটা সংষ্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলায় অন্যতম ভূমিকা পালন করেন। তিনি ছাত্রলীগ সন্ত্রাসী রাউফুর রহমান সোহেলের ডান হাত ছিলেন। ছাত্রদলের নেতাকর্মীরা সায়েন্স ল্যাবে হিরোকে দেখতে পেয়ে আটক করে জিজ্ঞাসাবাদ করেন।
আরও পড়ুন: যমুনার সামনে থেকে সরে জনসভাস্থলে গেলেন আন্দোলনকারীরা
তিনি আরও বলেন, ‘ছাত্রলীগ নেতা বাহার হিরোর কাছে থেকে আগামীকাল সকালে সায়েন্স ল্যাব এলাকায় ছাত্রলীগের মিছিলের পরিকল্পনার তথ্য পেয়েছি। তার অসৎ উদ্দেশ্য ছিল। পরে তাকে নিউমার্কেট থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।’
এ বিষয়ে জানতে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহসীন উদ্দিন সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।