আ. লীগ নিষিদ্ধে যমুনার গণমিছিলে আসার আহ্বান সাদিক কায়েমের

আবু সাদিক কায়েম
আবু সাদিক কায়েম  © ফাইল ফটো

জুলাই বিপ্লবের অন্যতম মাস্টারমাইন্ড ও বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েম বলেছেন, বাংলাদেশের সর্বস্তরের ছাত্রজনতাকে আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে রাজপথে নেমে আসার আহ্বান জানাচ্ছি। ঢাকার সহযোদ্ধারা শরিক হোন যমুনার গণমিছিলে।

বৃহস্পতিবার (৮ মে) রাত দেড়টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এ আহ্বান জানান তিনি।

ফেসবুক পোস্টে সাদিক কায়েম বলেন, এ দেশের ছাত্রজনতার বুকে গুলি করে, গণহত্যা চালিয়ে জনতার হাতে বিতাড়িত হওয়ার মধ্য দিয়েই আওয়ামী লীগ নিষিদ্ধের রায় হয়ে গেছে। তবে জুলাই বিপ্লবের নয় মাস পেরিয়ে গেলেও সেই গণহত্যাকারী দলকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করা হলো না কেন? 

তিনি আরো বলেন, অবিলম্বে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের আহ্বান জানিয়ে এ শিবির নেতা বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ইসলামী ছাত্রশিবিরও রাজপথে থাকবে ইনশাল্লাহ। বাংলাদেশের সর্বস্তরের ছাত্রজনতাকে আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে রাজপথে নেমে আসার আহ্বান জানাচ্ছি। ঢাকার সহযোদ্ধারা শরিক হোন যমুনার গণমিছিলে।

এর আগে, বৃহস্পতিবার রাত ১০টার পর এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে প্রথম সারির নেতাকর্মীরা যমুনার সামনে অবস্থান নেন। এ সময় তারা ‘ব্যান করো ব্যান করো, আওয়ামী লীগ ব্যান করো’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘গোলামি না আজাদী, আজাদী আজাদী’, ‘একটা একটা ছাত্রলীগ ধর, ধইরা ধইরা জবাই কর’, ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও’সহ নানা স্লোগানে রাজপথ মুখর করে তোলে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence