এনসিটিবি থেকে ফ্যাসিস্টের দোসরদের অপসারণ দাবি ছাত্রদলের

ছাত্রদল এবং এনসিটিবির লোগো
ছাত্রদল এবং এনসিটিবির লোগো  © টিডিসি সম্পাদিত

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) থেকে ফ্যাসিবাদের দোসরদের অপসারণের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির অভিযোগ, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের ইতিহাস দেশের জনগণ ও আন্তর্জাতিক বিশ্ব গভীরভাবে ধারণ করলেও এনসিটিবি তা সঠিকভাবে প্রতিফলিত করছে না।

আজ রোববার (২৭ এপ্রিল) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ দাবি জানান।

সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এক বিবৃতিতে বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান শুধু বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণের নয়, আন্তর্জাতিক বিশ্বেও একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে সমাদৃত হলেও, এনসিটিবি তাতে যথাযথ গুরুত্ব প্রদান করছে না।

এনসিটিবির বর্তমান চেয়ারম্যান প্রফেসর রবিউল কবীর চৌধুরী এবং সদস্য (পাঠ্যপুস্তক) ড. রিয়াদ চৌধুরীকে ‘ফ্যাসিস্ট হাসিনার অবৈধ ক্ষমতার সুবিধাভোগী’ হিসেবে উল্লেখ করে তারা বলেন, এদের যোগাযোগ অবৈধ সাবেক মন্ত্রী দীপু মনি ও নওফেলের সাথে এবং তাদের প্রভাবের কারণে এনসিটিবি এখনও ফ্যাসিবাদী চিন্তা-ধারা নিয়ে কাজ করে চলেছে।

ছাত্রদল নেতারা দাবি করেন, এনসিটিবির দায়িত্বে থাকা ব্যক্তিদের ওপর যথাযথ চাপ না দিলে, পরবর্তী প্রজন্মকে সত্যিকার ইতিহাস জানানো সম্ভব হবে না।" তারা আরও বলেন, এনসিটিবির উচিত ছিল, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের তাৎপর্য নিয়ে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য একটি সঠিক ও বস্তুনিষ্ঠ পাঠ্যক্রম তৈরি করা। কিন্তু তা না হয়ে, তারা শহীদদের আত্মত্যাগের বিষয়ে উদাসীন এবং চুপিসারে ইতিহাস বিকৃতির চেষ্টা চালাচ্ছে।

এনসিটিবি থেকে ফ্যাসিস্টদের অপসারণের দাবি জানিয়ে, ছাত্রদল নেতারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অবিলম্বে এই দুই কর্মকর্তাকে অপসারণের দাবি জানিয়েছেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence