চাঁদাবাজি ও দখলদারির অভিযোগে জবি ছাত্রদলের তিন নেতাকে শোকজ

সুমন সর্দার, রাশেদ বিন হাকিম, ওমর ফারুক
সুমন সর্দার, রাশেদ বিন হাকিম, ওমর ফারুক  © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষার্থীদের খাবারের দোকান দখল, চাঁদাবাজি ও আজমেরী গ্লোরী বাসের চাঁদা সংগ্রহ নিয়ে অভিযোগ ওঠার পর ছাত্রদলের তিন যুগ্ম আহ্বায়ক সুমন সর্দার, রাশেদ বিন হাকিম ও ওমর ফারুককে শোকজ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসিরের নির্দেশনায়, দপ্তর সম্পাদক (সহ-সভাপতির মর্যাদায়) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত একটি কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়।  

নোটিশে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে আপনাদের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে আগামী ৪৮ ঘন্টার মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হলো।

এ বিষয়ে অভিযুক্তদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে কেন্দ্রীয় ছাত্রদল সূত্র জানিয়েছে, তদন্তের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় জুনিয়র শিক্ষার্থীদের খাবারের দোকান দখল ও চাঁদা দাবির অভিযোগ ওঠে রাশেদ বিন হাকিম ও ওমর ফারুকের বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের পাঁচ শিক্ষার্থী মিলে খাবারের দোকান চালু করেন। প্রাথমিকভাবে ব্যবসা ভালো চললেও চলতি বছরের ফেব্রুয়ারিতে পরীক্ষার কারণে সাময়িকভাবে দোকান বন্ধ রাখা হয়। এই সুযোগে জবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদ বিন হাসিম ও ওমর ফারুক দোকানের জায়গা দখলের চেষ্টা চালান এবং প্রতিদিন ৫০০ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আজ মঙ্গলবার (২৫ মার্চ) দুপুর ১টার দিকে দোকানের মালামাল সরিয়ে নিয়ে যায় তারা বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

অন্যদিকে, সদরঘাটে আজমেরী গ্লোরী বাসের চাঁদা সংগ্রহ নিয়ে সংঘর্ষের ঘটনায় সুমন সর্দারের নাম সামনে আসে। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence