ডাকসু নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মতামত আহবান, জানাতে হবে মঙ্গলবারের মধ্যে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ০১:২৭ AM , আপডেট: ২৪ মার্চ ২০২৫, ০১:৩০ AM

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আয়োজনের বিষয়ে প্রস্তুতি নিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্বাচন সফলভাবে সম্পন্ন করতে শিক্ষার্থীদের মতামত সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। রবিবার (২৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানা যায়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, অধ্যয়নরত শিক্ষার্থীদের মতামত সংগ্রহের জন্য তাদের ড্যাশবোর্ডে ‘DUCSU Poll’ নামে একটি নতুন মেন্যু যুক্ত করা হয়েছে। শিক্ষার্থীদের আগামী ২৫ মার্চ ২০২৫ তারিখের মধ্যে ড্যাশবোর্ডে লগ-ইন করে তাদের মতামত দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) এর পক্ষ থেকে বলা হয়েছে, শিক্ষার্থীদের মতামত ডাকসু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই সবাইকে নির্ধারিত সময়ের মধ্যে তাদের মতামত প্রদান করার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে ডাকসু নির্বাচন নিয়ে আলোচনা চলছিল। শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে নির্বাচনের আয়োজন ও সময়সূচি চূড়ান্ত করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।