জাতীয় নাগরিক পার্টির সংগঠকের দায়িত্বে ঢাবির সাবেক শিক্ষার্থী রিজভী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ০৬:৫০ PM , আপডেট: ০২ মার্চ ২০২৫, ০৬:৫০ PM

ছাত্র-তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটিতে ‘সংগঠক’ হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক শিক্ষার্থী আজিজুর রহমান রিজভী। তার বাড়ি ফেনী শহরের পশ্চিম ডাক্তার পাড়ায়।
রবিবার (২ মার্চ) রাতে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসান স্বাক্ষরিত পূর্ণাঙ্গ কমিটি সংগঠনের অফিসিয়াল পেজে প্রকাশিত হয়। পার্টির আহ্বায়ক হিসেবে আছেন জুলাই আন্দোলনের শীর্ষ নেতা ও অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম।
জুলাই গণ-অভ্যুত্থানে ১৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এককভাবে বিজিবির সাথে রিজভীর বাকবিতণ্ডার একটি ভিডিওর মাধ্যমে তিনি আলোচনায় আসেন। সে ভিডিওতে তিনি ক্যাম্পাসে বিজিবির কাজ কি, তারা এখানে কেনো বলে বিজিবি সদস্যদের শাসাতে দেখা গেছে।
আজিজুর রহমান রিজভী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফাইন্যান্স বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। তাছাড়া তিনি ফেনীর শাহীন একাডেমি থেকে মাধ্যমিক এবং ফেনী সরকারী কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন।
এছাড়াও তিনি ফেনী জেলা ছাত্রকল্যাণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা হিসেবে আছেন, পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।