‘ছাত্রলীগের কাছে তথ্য পাচার হাতেনাতে ধরলে রিয়াদ আমাদের ওপর হামলা করে’

আহত জাহিদুল ইসলাম হৃদয়। ইনসেটে মিজানুর রহমান রিয়াদ।
আহত জাহিদুল ইসলাম হৃদয়। ইনসেটে মিজানুর রহমান রিয়াদ।  © সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি মন্তব্যের (কমেন্ট) জেরে সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে মারামারির ঘটনা ঘটেছে। এতে দুই শিক্ষার্থী আহত হয়েছেন। বুধবার (১৯ ফেব্রুয়ারি) মধ্যরাতে কলেজ ছাত্রাবাসের ১ম ব্লকে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে।

আহতদের একজন জাহিদুল ইসলাম হৃদয়। তিনি বলেন, মিজানুর রহমান রিয়াদ একজন ছাত্রলীগ কর্মী। তিনি ছাত্রাবাসে থেকেও সাধারণ ছাত্রদের তথ্য ছাত্রলীগের কাছে আদান প্রদান করতেন। ঘটনার দিন তাকে হাতেনাতে অস্ত্রসহকারে ধরি আমরা। এসময় তিনি আমাদের ওপর ক্ষিপ্ত হয় ও সাধারণ ছাত্রদের ওপর হামলা করেন। এ ঘটনায় আমার হাত ভেঙ্গে গেছে এবং অনেক ছাত্র আহতও অবস্থায় আছে।

জানা যায়, ঘটনার পর অভিযুক্ত মিজানুর রহমান রিয়াদ ও আহত জাহিদুল ইসলাম হৃদয় দুইজনকেই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযুক্ত রিয়াদ এমসি কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সহ-তথ্য প্রযুক্তি সম্পাদকও। এ ঘটনায় তালামীয থেকেও ছাত্রশিবিরের সম্পৃক্ততার কথা উল্লেখ করে বিবৃতি দেওয়া হয়েছে।

অভিযুক্ত রিয়াদ এ ঘটনাটি কলেজ শাখা ছাত্রশিবিরের হামলা বলে দাবি করেন। তবে ছাত্রশিবির এটি অস্বীকার করছে। তারা বলছে, এরকম কোনো কর্মকাণ্ডের সাথে শিবিরের দূরতম সম্পর্ক নেই। ঘটনাটিতে তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে বলে মনে করছে সংগঠনটি। 

এ বিষয়ে এমসি কলেজ ছাত্রশিবিরের সভাপতি ইসমাইল খান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এ ঘটনায় শিবিরের কোনো সম্পৃক্ততা নেই। দুই শিক্ষার্থীর মাঝে তর্কের জেরে এরকম ঘটনা ঘটেছে। ঘটনাটিতে তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে বলে মনে করছেন তিনি। 

ছাত্রাবাসের ওই ব্লকের শিক্ষার্থীদের থেকে জানা যায়, বুধবার মধ্যরাতে ওই ব্লকের ৩ জন শিক্ষার্থী রিয়াদের রুমে প্রবেশ করেন৷ তখন তারা তার কাছে একটি পোস্টের কমেন্টের ব্যাপারে জানতে চান। সেখানে তাদের মধ্যে কথা কাটাকাটি হলে একপর্যায়ে বিষয়টি হাতাহাতিতে রূপ নেয়। পরে সেখানে আরও ২/৩ জন প্রবেশ করে রিয়াদকে মারতে থাকেন এবং রিয়াদও প্রাণপণ চেষ্টা করেন ফিরিয়ে দিতে। একপর্যায়ে একজন রিয়াদকে ধাক্কা দিলে তিনি দরজার ছিটকিনিতে পড়ে পায়ে আঘাত পায় আর এতে রক্তক্ষয় হয়। পরে ছাত্রাবাসের সাধারণ শিক্ষার্থীরা এস আহত অবস্থায় রিয়াদকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এর আগে কুয়েটে সংঘর্ষের ঘটনায় একটি নিউজের কমেন্টে রিয়াদ লিখেন, ‘‘কীসের জন্য এত ত্যাগ করলাম। দিনের বেলা পুলিশের টিয়ারশেল আর লাঠিচার্জ। রাতে পালিয়ে থাকলাম। সন্ত্রাসমুক্ত ক্যাম্পাসের স্বপ্নে এত ছাত্র প্রাণ দিল। এখন যদি গুপ্ত সংগঠনের নেতাকর্মীরা ক্যাম্পাসে ত্রাসের রাজত্ব কায়েম করে বসেন তাহলে এই ত্যাগের মূল্য কী।’’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence