ঢাবির ভর্তির প্রবেশ পত্র বাসায়, যেভাবে উদ্ধার হলেন দীপা

দীপা মন্ডলের হাতে প্রবেশ পত্র তুলে দিচ্ছেন ঢাবি শাখা ছাত্রদল
দীপা মন্ডলের হাতে প্রবেশ পত্র তুলে দিচ্ছেন ঢাবি শাখা ছাত্রদল  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় বিশ্ববিদ্যালয়ে বেলা ১১টা থেকে শুরু হয়ে এই পরীক্ষা সাড়ে ১২টায় শেষ হয়।

আজকের পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রবেশ পত্র বাসায় রেখে এসেছিলেন দীপা মন্ডল রায় নামের এক ভর্তিচ্ছু। পরীক্ষা শুরু হতে তখন মাত্র ৩০ মিনিট বাকি ছিল। এসময় দীপার সাহায্যে এগিয়ে আসেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা।

এরপর ছাত্র দলের নেতা-কর্মীরা বাইক সার্ভিসের মাধ্যমে দোকান থেকে প্রবেশ প্রত্র ডাউনলোড করে নিয়ে আসেন। এর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন বেঁচে যায় দীপার।

বিষয়টি নিয়ে ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আল-আমীন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আজকের এই পরিস্থিতিতে আমি অত্যন্ত খুশি এবং গর্বিত যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল বাইক সার্ভিসের মাধ্যমে দীপা মন্ডলের পরীক্ষার প্রবেশ পত্রটি সময়মতো পৌঁছাতে সক্ষম হয়েছি। আমাদের উদ্দেশ্য শুধু ছাত্র-ছাত্রীদের সহায়তা করা নয়, তাদের স্বপ্ন পূরণে সহযোগিতা করা। দীপার জন্য আমি সত্যিই আনন্দিত যে, আমরা তার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সপ্নটিকে বাস্তবায়িত করার পথে একটি বড় ভূমিকা রাখতে পেরেছি।

তিনি আরও বলেন, আমি ধন্যবাদ জানাই আমাদের সকল সদস্যদের, বিশেষ করে তাইমুনকে, যিনি এ গুরুত্বপূর্ণ কাজটি দ্রুততার সাথে সম্পন্ন করেছেন। আমি বিশ্বাস করি, এই ধরনের কাজেই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রকৃত উদ্দেশ্য ও আদর্শকে সমুন্নত রাখতে সক্ষম হব।

ঢাবিতে ভর্তিচ্ছুদেরকে সার্বিক সহযোগিতা করতে সকাল থেকেই ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ওয়ান স্টপ সহায়তা কেন্দ্র থেকে সেবা নিয়ে অবস্থান করতে দেখা গেছে ছাত্রদল নেতাকর্মীদের। এসময় তারা ভর্তিচ্ছুদের পরীক্ষার হল খুঁজে দেওয়া, শিক্ষা উপকরণ বিতরণ করতেও দেখা যায়।

ছাত্রদলের সেবার মধ্যে রয়েছে, প্রয়োজনীয় তথ্যসেবা, উপকরণ (কলম ও ফাইল) বিতরণ, সুপেয় পানির ব্যবস্থা, বসার ব্যবস্থা, জরুরি ক্ষেত্রে কেন্দ্রে পৌঁছানোর জন্য যাতায়াত সহযোগিতা, প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং সংশ্লিষ্ট অন্যান্য জরুরি সেবা। এছাড়া ভর্তি পরীক্ষার্থীদের ব্যাগ ও মোবাইল রাখার ব্যবস্থাও করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।


সর্বশেষ সংবাদ