গাজীপুরে বৈষম্যবিরোধী শিক্ষার্থীকে লক্ষ্য করে গুলি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০৭ PM , আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪০ PM

গাজীপুরের শহরের ভাওয়াল রাজবাড়ী এলাকায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি করার ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গুলিবিদ্ধ হওয়া ছাত্রের নাম মোবাশ্বের হোসেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. নয়ন দেওয়ান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, সন্ধ্যায় শহরের জোর পুকুরপাড়ের দিক থেকে মোটরসাইকেলে করে এসে এক ব্যক্তি গুলি করে পালিয়ে যায়।
জিএমপির উপকমিশনার (মিডিয়া) আমির হোসেন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ঘটনাটি আমার শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।