ঢাবিতে ভর্তিচ্ছুদের পাশে ছাত্রদল

ছাত্রদলের বুথে সেবা দিচ্ছেন দলটির নেতাকর্মী
ছাত্রদলের বুথে সেবা দিচ্ছেন দলটির নেতাকর্মী  © ফাইল ফটো

ঢাবিতে ভর্তিচ্ছুদেরকে সার্বিক সহযোগিতা করতে সকাল থেকেই ক্যাম্পাসের ১৪টি স্থানে ওয়ান স্টপ সহায়তা কেন্দ্র থেকে ৭ ধরনের সেবা নিয়ে অবস্থান করতে দেখা গেছে ছাত্রদল নেতাকর্মীদের। এসময় তারা ভর্তিচ্ছুদের পরীক্ষার হল খুঁজে দেওয়া, শিক্ষা উপকরণ বিতরণ করতেও দেখা যায়।

আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রথমবর্ষ ভর্তি পরীক্ষা। শনিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত দেড় ঘণ্টা এ পরীক্ষা।  

ছাত্রদলের সেবার মধ্যে রয়েছে, প্রয়োজনীয় তথ্যসেবা, উপকরণ (কলম ও ফাইল) বিতরণ, সুপেয় পানির ব্যবস্থা, বসার ব্যবস্থা, জরুরি ক্ষেত্রে কেন্দ্রে পৌঁছানোর জন্য যাতায়াত সহযোগিতা, প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং সংশ্লিষ্ট অন্যান্য জরুরি সেবা। এছাড়া ভর্তি পরীক্ষার্থীদের ব্যাগ ও মোবাইল রাখার ব্যবস্থাও করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।


সর্বশেষ সংবাদ