মেডিকেলের ফল পুনঃপ্রকাশের দাবিতে বিক্ষোভের ডাক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ও ঢাকা মেডিকেল কলেক শিক্ষার্থীদের বিক্ষোভ শহীদ মিনারে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ও ঢাকা মেডিকেল কলেক শিক্ষার্থীদের বিক্ষোভ শহীদ মিনারে  © টিডিসি ফটো

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল পুনঃপ্রকাশের দাবিতে বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে। পাশাপাশি সকল শিক্ষাপ্রতিষ্ঠানে অযৌক্তিক কোটা প্রথা নিরসনের দাবি থাকবে এই কর্মসূচি থেকে। 

আজ সোমবার বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের শিক্ষার্থীবৃন্দের ব্যানারে এই কর্মসূচি পালন করা হবে। রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রেজওয়ান আহমেদ রিফাত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এর আগে মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটা পদ্ধতি রাখার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি), ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও ঢাকা কলেজ শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। ঢাবি-ঢামেক এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা আলাদাভাবে এ কর্মসূচি পালন করেন।

জানা যায়, রবিবার বিকেলে দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, এবার ভর্তি পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ৭০ নম্বর পেয়েও সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন হাজারও শিক্ষার্থী।

অন্যদিকে, ভর্তি পরীক্ষায় ৪১ নম্বর থেকে ৪৬ নম্বর পেয়েও প্রায় আড়াই শতাধিক শিক্ষার্থী বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সংরক্ষিত কোটার ম্যারপ্যাঁচের কারণে অনেক বেশি নম্বর পেয়েও বিপুলসংখ্যক শিক্ষার্থীর মেডিকেলের পড়ার সুযোগ পাননি। এর ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা হতে থাকে।


সর্বশেষ সংবাদ