‘আদিবাসী ছাত্রজনতা’র ওপর হামলায় সংশ্লিষ্টতার অভিযোগ জানাক প্রতিনিধির বিরুদ্ধে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবি

শাহাদাৎ ফরাজী সাকিব
শাহাদাৎ ফরাজী সাকিব  © ফাইল ফটো

পাঠ্যবই থেকে ‘আদিবাসী’ শব্দযুক্ত চিত্রকর্ম বাদ দেওয়ার প্রতিবাদে বুধবার দুপুরে রাজধানীর মতিঝিলের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড-এনসিটিবি ভবনের সামনে অবস্থান নেওয়া ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্রজনতা’ ও ‘স্টুডেন্ট ফর সভরেন্টি’ নামে দুটি সংগঠনের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্রজনতা’র একাধিক কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। পরে রাতে ‘স্টুডেন্ট ফর সভরেন্টি’র দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

‘আদিবাসী ছাত্রজনতা’র ওপর হামলায় জাতীয় নাগরিক কমিটির এক প্রতিনিধির সংশ্লিষ্টতা রয়েছে বলে জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ওই প্রতিনিধির তার নাম শাহাদাৎ ফরাজী সাকিব। তিনি জাতীয় নাগরিক কমিটির ধানমন্ডি থানার প্রতিনিধি। 

আজ বৃহস্পতিবার বিকেলে সংগঠন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়াও তিনি পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন বলে জানা গেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এনসিটিবির সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যাসহ আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ন্যাক্কারজনক হামলায় জাতীয় নাগরিক কমিটির ধানমন্ডি থানা প্রতিনিধি শাহাদাৎ ফরাজী সাকিবের সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া যাচ্ছে। ভিডিও ফুটেজ এবং অভিযুক্ত ব্যক্তির স্যোশাল মিডিয়া কার্যক্রমে সেটি স্পষ্ট।’

এতে আরও বলা হয়, ‘জুলাই গণঅভ্যুত্থানের আশা-আকাঙ্ক্ষা ধারণ করে নাগরিক সমাজকে প্রতিনিধিত্ব করার অভিপ্রায়ে গঠিত, জাতীয় নাগরিক কমিটির একজন প্রতিনিধি জাতিগত বিভাজন জিইয়ে রাখা ও ন্যাক্কারজনক হামলায় জড়িত থাকা মোটেই বাঞ্ছনীয় নয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর তীব্র নিন্দা জানাচ্ছে।’

‘আমরা আশা করি, হামলায় সংশ্লিষ্টতার দায়ে অভিযুক্ত শাহাদাৎ ফরাজী সাকিবের বিষয়ে জাতীয় নাগরিক কমিটি অতিদ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে গণঅভ্যুত্থানের স্পিরিটের প্রতি নিজেদের দায়বদ্ধতার পরিচয় দেবে।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence