রাজধানীতে ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ

রাজধানীতে ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ
রাজধানীতে ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ  © সংগৃহীত

রাজধানীতে বিভিন্ন সড়কের ফুটপাতে শুয়ে থাকা উদ্বাস্তু মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এ কর্মসূচির নেতৃত্ব দেন সংগঠনটির কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সারোয়ার হোসেন।

রবিবার (২৯ ডিসেম্বর) রাতে মতিঝিল-প্রেসক্লাব এলাকায় সড়কে জীবনযাপন করা মানুষের মাঝে এ শীতবস্ত্র প্রদান করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

মো. সারোয়ার হোসেন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় মানবকল্যাণের কাজে নিয়োজিত, জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবসময় আমাদের কে দেশের যে কোনো প্রাকৃতিক বিপর্যয়ে সবার আগে আমাদের সাধারণ মানুষের পাশে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন। অতীতে আপনার দেখছেন দেশের বন্যা, প্রচণ্ড তাপমাত্রায় সাধারণ মানুষের পাশে বিভিন্ন কার্যক্রম নিয়ে ছাত্রদল জীবনবাজি রেখে দাড়িয়েছে, তারই ধারাবাহিকতা হিসেবে ফুটপাতে শুয়ে থাকা সাধারণ মানুষের শীতের কষ্ট সামান্য লাগব করার জন্য ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি ইনশাআল্লাহ অব্যাহত থাকবে।

এসময় উপস্থিতি বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মাহিন, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আয়াত উল্লাহ, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদল নেতা রাসেল, ঢাকা মহানগর উত্তর ছাত্রদল নেতা ইসমাইল হোসেন সরকারসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।


সর্বশেষ সংবাদ