শিক্ষার সংস্কার না হলে বারবার দিল্লির আনুগত্য মেনে নিতে হবে: শিবির সভাপতি

শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম
শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম  © সংগৃহীত

আমাদের সংকট হলো শিক্ষার সংকট। শিক্ষার যদি সংস্কার না হয় তাহলে বারবার দিল্লির আনুগত্য মেনে নিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। তিনি বলেন, শিক্ষার সংস্কার জরুরি। শিক্ষায়, ছাত্ররাজনীতিতে নতুনত্ব আনতে হবে। আমাদের দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তি হতে হবে। বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক জোট আয়োজিত ‘বিপ্লবোত্তর ছাত্র ঐক্য’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

শিবির সভাপতি বলেন, দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তিতে শিক্ষার সংস্কার জরুরি। গত ১৫ বছর আমাদের শিক্ষাব্যবস্থায় আওয়ামী সরকার যেভাবে বন্দনা শিখিয়েছে এবং এর মাধ্যমে জাতির মাঝে যে দাসত্ব তৈরি হয়েছে তা থেকে মুক্তি পেতে হলে অবিলম্বে শিক্ষাব্যবস্থার মধ্যে আমূল পরিবর্তন আনতে হবে।

মঞ্জুরুল ইসলাম বলেন, আমাদের অ্যাজেন্ডা হওয়া উচিত ছাত্রদের অধিকার আদায়। অ্যাজেন্ডা যদি ছাত্রদের বাইরে হয় তাহলে সেই ছাত্ররাজনীতি ছাত্ররা গ্রহণ করবে না। ছাত্রলীগের মতো রাজনীতি থেকে বের হতে না পারলে সেই রাজনীতি ছাত্ররা গ্রহণ করবে না, আর যদি ছাত্রদের অধিকার নিয়ে রাজনীতি করা হয় তাহলে সেই রাজনীতি ছাত্ররা গ্রহণ করবে। সাড়ে ১৫ বছরে ক্যাম্পাসে শিক্ষার অধিকার, নাগরিকের অধিকারে বঞ্চিত হয়েছি। আমরা যদি আমাদের অধিকারের বিষয়ে সচেতন না হই তাহলে আমাদের বারবার আগস্টের মতো নির্যাতনের শিকার হতে হবে।

ছাত্র সংসদের প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি বলেন, বিগত ৩০ বছরে শুধু ঢাবিতে একটা ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, তাহলে কীভাবে আমাদের নেতৃত্ব তৈরি হবে। আমাদের সংস্কার শুরু হবে ছাত্র সংসদের নির্বাচনের মাধ্যমে। ঐক্যের জন্য সবচেয়ে বেশি জরুরি ছাত্র সংসদ নির্বাচন। আমরা নেতৃত্বের বিকাশ ঘটাতে চাই, আর সেটি হবে ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদের নির্বাচনের মাধ্যমে। ক্যাম্পাসে ছিল মাদক, নারী, শিক্ষার কোনো পরিবেশ ছিল না। ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে নির্বাচিত ছাত্র সংসদ আনতে হবে।

এসময় পিলখানা হত্যার বিচার চেয়ে শিবির সভাপতি বলেন, পিলখানা হত্যার বিচার এখনো হয়নি। ৭৪ জনকে ৩৬ ঘণ্টার মধ্যে হত্যা করা হয়েছে, তার বিচার করা হবে। শাপলা চত্বরে যেসব মাদ্রাসা ছাত্রকে হত্যা করা হলো তাদের বিচার করতে হবে। ২৪ সালের গণহত্যাকারীদের বিচারের আওতায় আনতে ছাত্র-জনতার ঐক্য প্রয়োজন।

জবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মামুন শেখ ও প্রেস ক্লাবের সভাপতি সুবর্ণ আসসাইফ অনুষ্ঠান সঞ্চালনা করেন। সভাপতিত্ব করেন জবি সাংবাদিক সমিতির সভাপতি মাহমুদুল হাসান তানভীর। এসময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, ছাত্র অধিকার পরিষদের বিন ইয়ামিন মোল্লা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ এবং অন্য সংগঠনের নেতারা।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence